|বিদ্যাচক্র স্কুলে আয়োজিত হল মহামিলন উৎসব
1 min read|বিদ্যাচক্র স্কুলে আয়োজিত হল মহামিলন উৎসব
রায়গঞ্জ : রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্রের কিছু প্রাক্তন ছাত্রছাত্রী কয়েকবছর আগে ঠিক করে প্রিয় শিক্ষাগুরুদের খুঁজে আবার তারা মিলবে নিজের বিদ্যালয় প্রাঙ্গণে। ক্ষনিকের জন্য হলেও ছুঁতে পারবে নিজেদের ছেলেবেলা। সেই উদ্যোগকে বাস্তবায়িত করে ৫ ই সেপ্টেম্বর সকলে মিলিত হয় নিজেদের ছোটবেলার মিলন ক্ষেত্র তে। এভাবেই শুরু প্রাক্তন ছাত্র শিক্ষক মিলন উৎসবের।বিদ্যালয়ের প্রাঙ্গণ অতিক্রম করে আজ সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
কিন্তু ফেলে আসা দিনগুলির স্বাদ আরও একবার পেতে ও নিজেদের শিক্ষাগুরু কে সম্মাননা প্রদান করতে প্রতি বছর সকলে মিলিত হয় এদিন। এবছর এই মিলন উৎসব পা দিল ৩য় বর্ষে। মাঝে করোনা আবহে বন্ধ থাকার পর এবছর এই বিশেষ দিনে সকল ছাত্র ও শিক্ষকের উৎসাহ ছিল নজরে পড়ার মত। এদিন বিদ্যালয়ের প্রাক্তনীরা পুস্পস্তবক, উত্তরীয়, মানপত্র ও উপহার দিয়ে শিক্ষকদের প্রতি নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। যে সমস্ত শিক্ষকেরা বিশেষ কারণে বাইরে রয়েছেন, তারাও ভার্চুয়ালি উপস্থিত থেকে সম্মাননা জ্ঞাপন করেছেন। প্রাক্তন শিক্ষকদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অনিমেষ চক্রবর্তী এদিন বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সন্তান স্নেহে মানুষ করে তুলেছেন। তাদের জন্য এই একটা দিন আমরা সবাই মিলিত হই। আগামীতেও এই ধারা বহন করে চলবে বিদ্যাচক্রের প্রাক্তনীরা।