রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের আশ্রমে রক্তদান শিবির –
1 min readরামকৃষ্ণ সেবাশ্রম সংঘের আশ্রমে রক্তদান শিবির –
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪,সেপ্টেম্বর:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের উদ্যোগে স্বামী বিবেকান্দের প্রতি উৎসর্গিত ও আজাদি কা অমৃত মহোৎসবের স্বাধীনতার ৭৫ বৎসর উপলক্ষে আয়োজন করা হয় একটি রক্ত দান শিবির।রক্তদান শিবিরের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা।
কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবা শ্রম সংঘের সম্পাদক প্রাণ কৃষ্ণ ভৌমিক জানান রক্তদান শিবিরে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর পিতা অশোক ঘোষ,মনোজ রায় দিনেন্দ্র নাথ সরকার,দিলীপ সিংহ,বিজয় সরকার এবং রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সভাপতি শিবেন্দ্র নাথ পোদ্দার। জানা যায় মোট ৩৬ জন রক্ত দাতা রক্ত দান করেন। রক্ত দান শিবির উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘে ব্যাপক মানুষের সমাগম হয়।