মনসা পুজোকে কেন্দ্র করে এখনও পালা গানের আসর বসে কালিয়াগঞ্জের গ্রামে
1 min readমনসা পুজোকে কেন্দ্র করে এখনও পালা গানের আসর বসে কালিয়াগঞ্জের গ্রামে
বর্তমানের কথা বাঙালীর ১২ মাসে ১৩ পর্বন। আর এই ১৩ পার্বণের একটি উৎসব মনসা পূজা। আর এই মনসা পূজাতে মনসা পালা গানের আসর থাকবে না এটা কি করে হয়। তাই মনসা পালা গানের আয়োজন করলো কয়েকটি গ্রাম মিলে একটি সার্বজনীন পূজা কমিটি।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মনোহরপুর, যোগীপুকুর, মহিনগর ও মল্লিকপুর এই পাঁচ গ্রাম মিলে মনোহরপুর বটতলা হাটে মনসা পূজার আয়োজন করে তারা।প্রতি বছর গনেশ চতুর্দশীর দিনে মনসা পূজা হয়ে থাকে। এবছর ১৫ তম বর্ষে পদার্পন করল এই মনসা পূজা। এবং তার সাথে পালা গানের আসর বসে। মনসা পূজাকে কেন্দ্র করে মনোহরপুর বটতলা হাট এলকায় মেলাও বসে। ঐতিহ্যবাহী এই মনসা পূজাকে কেন্দ্র করে শুক্রবার রাত্রিতে মনসা পালা গানের আয়োজন করা হয়। মনসা পালা গান দেখতে আশপাশের গ্রামের প্রচুর মানুষ ভিড় করে। পুরনো রীতিনীতি মেনে আজও গ্রাম বাংলার ঐতিহ্য বজায় রেখেছেন গ্রাম মানুষজন। মনসা পালা গান জমজমাট হয়ে উঠেছিল মানুষের মাঝে।