চাকরি পেয়ে কোনও দিন স্কুলে যাননি, অনুব্রত-কন্যার বিরুদ্ধে হাইকোর্টে মামলা
1 min readচাকরি পেয়ে কোনও দিন স্কুলে যাননি, অনুব্রত-কন্যার বিরুদ্ধে হাইকোর্টে মামলা
পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার পর এবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হল। কলকাতা হাইকোর্টে মামলাকারী অভিযোগ করেছেন, কালিকাপুরে একটি প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছিলেন অনুব্রত-কন্যা। কিন্তু চাকরি পেয়েও কোনও দিন স্কুলে যাননি সুকন্যা। মামলাকারী আদালতে দাবি করেছেন, হাজিরার রেজিস্টার পাঠানো হত বাড়িতে। টেট পাস না করেই চাকরি পান অনুব্রত-কন্যা ও আরও ৫ জন।
মামলাকারীর অভিযোগের ভিত্তিতে, তাঁদের ছয় জনকে টেট পাসের নথি, চাকরির নিয়োগপত্র সহ বৃহস্পতিবার দুপুর তিনটার মধ্যে তাঁর এজলাসে হাজির হওয়ার নির্দেশে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এদিকে, বুধবার সিবিআইকে জেরায় সহযোগিতা করেননি সুকন্যা। ১৫ মিনিটেই তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, সুকন্যা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর মানসিক অবস্থা ভালো নেই। কথা বলার মতো পরিস্থিতিতে নেই। সেই সঙ্গে এদিন অনুব্রতর হিসাব রক্ষককেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।