December 24, 2024

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের স্বেচ্ছাসেবী সংস্থা এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য এক সাইকেল র‍্যালি

1 min read

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের স্বেচ্ছাসেবী সংস্থা এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য এক সাইকেল র‍্যালি

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট বর্তমানের কথা   উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের স্বেচ্ছাসেবী সংস্থা এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য এক সাইকেল র‍্যালির আয়োজন করা হলো শুক্রবার।স্বাধীনতার ৭৫ বত্‍সর অমৃত মহোত্‍সব উপলক্ষে বিএসএফ ও স্বেচ্ছাসেবী সংস্থার সাইকেল র‍্যালি মহেশপুর বিএসএফ ক্যাম্প থেকে শুরু হয়ে বিদ্রোহী মোড়ে এসে শেষ হয়।

 

শুক্রবার সকালে বর্নাঢ্য এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন বিএসএফ এর রায়গঞ্জ রেঞ্জের ডি আই জি কুলবন্ত শর্মা সহ অন্যান্য আধিকারিক ও জওয়ানেরা এবং রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। মূলত আগামী ১৫ আগস্ট ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বর্ষ অমৃত মহোত্‍সব উপলক্ষে ভারতবর্ষের প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে ঘরে যাতে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয় সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই বর্নাঢ্য সাইকেল র‍্যালি বলে জানিয়েছেন উদ্যোক্তারা।বিএসএফ এর ২৬ নম্বর ব্যাটেলিয়ন এবং স্বেচ্ছাসেবী সংস্থার এই সাইকেল র‍্যালিতে প্রায় ১০০ জন সাইকেল আরোহী তাদের সাইকেলে জাতীয় পতাকা লাগিয়ে সুদীর্ঘ ৯ কিলোমিটার র‍্যালী করেন। তেরঙ্গায় সুসজ্জিত স্বাধীনতার ৭৫ বর্ষ অমৃত মহোত্‍সব র‍্যালি নজর কাড়ে রায়গঞ্জ বাসীর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *