October 26, 2024

রাযগঞ্জের সুদরশনপুরের মেযে স্বাগতা মুখারজী পা রাখতে চলেছে মিউজিক ইন্ডাস্ট্রিতে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী রাযগঞ্জের সুদরশনপুরের মেযে স্বাগতা মুখারজী পা রাখতে চলেছে মিউজিক ইন্ডাস্ট্রিতে।শনিবার সন্ধ্যায় বিশ্বরূপ ঘোস দস্তিদারের সুর নিরদেশনায় স্বাগতার প্রথম গানের অ্যালবাম সাদা মেঘের খাম এর কভার উন্মচন হল রায়গঞ্জ ইন্সটিটিউট হলে এক অনুসঠানের মধ্যে দিয়ে।কভারটির আনুস্টানিক উদ্বোধন করেন রায়গঞ্জ ইউনিভারসিটি র অধ্যক্ষ অনিল ভুইমালি।ছোট বেলা থেকেই গানের জগতে মিলেছে একের পর এক সাফল্য।রায়গঞ্জ সুদড়শপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের দ্বাদশ শ্রেনির ছাত্রী স্বাগতা কলা বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ২০১৯ এ।স্বাগতার বাবা সঞ্জিত মুখারজী পেশায় স্কুল শিক্ষক,মা সোমা মুখারজী সাধারন গৃহবধু।২০১৪ থেকে ২০১৭ তিনবার আল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনে সেরার খেতাব অরজনকারী স্বাগতা ২০১৭ র ডিসেম্বরে জোগ দেয় লোকগানের একটি রিয়ালিটি শো তে।সেখানে চ্যাম্পিয়ান হয় স্বাগতা।এখান থেকেই নজরে পরে সুরকার বিশ্বরূপ ঘোস দস্তিদারের।তারই সুর নিরদেশনায় স্বাগতার প্রথম অ্যালবাম সাদা মেঘের খাম।অ্যালবামে রয়েছে বিভিন্ন ধারার সাতটি আধুনিক গান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *