December 24, 2024

গরুপাচার মামলায় সিবিআিয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট, তালিকায় নাম অনুব্রতর দেহরক্ষী সায়গলের

1 min read

গরুপাচার মামলায় সিবিআিয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট, তালিকায় নাম অনুব্রতর দেহরক্ষী সায়গলের

গরু পাচার মামলায় সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। এই মামলায় এটি তিন নম্বর চার্জশিট। সুত্রের খবর, এবারের চার্জশিটে নাম রয়েছে যুব তৃণমূলের প্রাক্তন নেতা বিকাশ মিশ্র, জেল পুলিশ হেফাজতে থাকা অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেন সহ আরও কয়েকজনের।

 

 

এর আগে ২০২১ সালের মার্চ মাসে কয়লাপাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন বিকাশ মিশ্র। বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। গত প্রায় দুমাস ধরে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন জেল হেফাজতে রয়েছেন। এই মামলায় সিবিআইয়ের প্রথম চার্জশিটে নাম ছিল সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট সতীশ কুমারের। ৩২ দিন জেল হেফাজতে থাকার পর তিনি জামিনে ছাড়া পান। এরপর দ্বিতীয় চার্জশিটে নাম ছিল গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের। ১৩ মাস হাজতবাসের পর সেও জামিনে মুক্ত।এবারের চার্জশিটে নাম এল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের। চলতি বছরের জুন মাসে সায়গল হোসেনকে গ্রেফতার করা হয়। সিবিআইয়ের দাবি, তাঁর বাড়ি, অফিস ও ঘনিষ্ঠদের বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তির হদিশ মিলেছে। এছাড়াও তল্লাশিতে মোট ৪৯টি সম্পত্তির দলিল মিলেছে। আদালতে সিবিআইয়ের দাবি, এই সমস্ত সম্পত্তিই অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের লোকজনের নামে রয়েছে। গরুপাচার মামলায় অনুব্রত মন্ডলকেও একাধিকবার জেরা করেছে সিবিআই। সোমবারও তাঁকে তলব করেছিল। কিন্তু অসুস্থতার অজুহাতে তিনি হাজিরা এড়িয়ে যান। ফলে এই জমিগুলি নিয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌছাতে পারছে না সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *