October 23, 2024

গয়না বিপণীতে সঙ্গিনীকে পাশে নিয়ে গহনা কিনছেন পার্থ চট্টোপাধ্যায়, ছবি সামনে আসতেই ফের তোলপাড় রাজ্য

1 min read

গয়না বিপণীতে সঙ্গিনীকে পাশে নিয়ে গহনা কিনছেন পার্থ চট্টোপাধ্যায়ছবি সামনে আসতেই ফের তোলপাড় রাজ্য

একটি ছবি৷ আর সেই ছবি সামনে আসতেই ফের শোরগোল রাজ্য রাজনীতিতে। ছবিতে দেখা যাচ্ছে মুখে মাস্ক। মেরুন পাঞ্জাবি-সাদা পাজামা। শহরতলির একটি বিখ্যাত গয়নার বিপণিতে বসে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশে এক মহিলা। পরনে কালো শাড়ি। খোলা চুল, তবে পিছনে থেকে তোলা ছবিতে মহিলার মুখ দেখার ওপায় নেই। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা।প্রশ্ন উঠছে ছবিতে দেখা যাওয়া ওই বিপণিতে পার্থর সঙ্গিনী কে? কাকে সঙ্গে নিয়ে গয়না কিনতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়?  কোনও উত্তর নেই।

 

তবে এই ছবির সূত্রে ইডির নজরে এখন মধ্যমগ্রামের ওই স্বর্ণ বিপণি। সুত্রের খবর, এই দোকান থেকে গত বছর পুজোর সময়ে অর্পিতার জন্যে গয়না কেনা হয়েছিল বলে মনে করছে তদন্তকারীরা। সে কারণেই এই দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা ছাড়াও দোকানের কর্মীদের জেরা করতে চান ইডি আধিকারিকরা।এই মামলায় মধ্যমগ্রামের এক বস্ত্র বিপণীর নাম এর আগে উঠে এসেছে। সেই সংস্থার মালিককে সঙ্গে নিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের ওই বিপণিতে যাতায়াত ছিল বলেই সূত্রের খবর। স্থানীয় ভাবে জানা গিয়েছে, এই স্বর্ণ বিপণিটি খুব বেশি দিনের নয়। নদগ থেকে শুরু করে বাড়ি, ফ্ল্যাট, জমি, গাড়ির যে তালিকা এখনও পর্যন্ত উঠে এসেছে, তার বাজারমূল্য কোনও ভাবেই একশো কোটি টাকার কম নয় বলে ধারণা তদন্তকারীদের। ইডি সুত্রে আরও জানা গিয়েছে, এই গয়নার দোকানে মধ্যস্থতাকারী হিসাবে আরও একজন ছিলেন। যিনি বারাসাতের একটি বিখ্যাত বস্ত্র বিপণির কর্নধার। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর থেকে তাঁর কোনও খোঁজ নেই বলেই দাবি ইডির।

21 thoughts on “গয়না বিপণীতে সঙ্গিনীকে পাশে নিয়ে গহনা কিনছেন পার্থ চট্টোপাধ্যায়, ছবি সামনে আসতেই ফের তোলপাড় রাজ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *