December 26, 2024

কালিয়াগঞ্জ শহরে রাত্রে ঔষুধের দোকান বন্ধ থাকায় চরম সমস্যায় রোগীদের পরিবার

1 min read

কালিয়াগঞ্জ শহরে রাত্রে ঔষুধের দোকান বন্ধ থাকায় চরম সমস্যায় রোগীদের পরিবার

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৩জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহর হলেও রাতে যদি কোন অসুস্থ মানুষের ঔষুধ প্রয়োজন হয় সেই ঔষুধ দোকান বন্ধ থাকার কারনে আপনার পরিবারের অসুস্থ রোগীকে নিয়ে যেকোন সময় বিপদের সন্মুখীন হতে হচ্ছে। জানা যায় কালিয়াগঞ্জ পৌর শহর রেল লাইনের মাধ্যমে শহরকে দ্বিখন্ডিত করে কাজের সুবিধার জন্য এপার ওপার সবাই বলে থাকে।কালিয়াগঞ্জ শহরের দক্ষিণ দিক অর্থাৎ এপারে কম করেও ১৫ থেকে ২০ টা ঔষুধের দোকান আছে।আবার ওপারে অর্থাৎ শহরের উত্তর দিকে এন এস রোড সহ বিভিন্ন রোডে কম করেও ২৫ থেকে ৩০টির মত ঔষুধের দোকান আছে।কিন্তু অদ্ভুত ভাবে লক্ষ্ করা গেছে রাত্রি এগারোটার পরে কি কালিয়া গঞ্জের ওপারের এন এস রোড অথবা কালিয়াগঞ্জ শহরের এপাড়ের মহেন্দ্রগঞ্জ এলাকায় কোন ঔষুধের দোকান খোলা রাখা হয়না

অর্থাৎ এপার ওপার সব পারেই একটা পৌর শহর কালিয়াগঞ্জে ঔষুধের দোকান বন্ধ থাকলেও কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহার নেই কোন হেলদোল। বিগত ৬মাস আগেও কালিয়াগঞ্জ শহরে রাতের বেলায় প্রতিদিন কোনদিন ওপারের কোন ঔষুধের দোকান খোলা থাকতো আবার কোনদিন এপারের কোন একটি ঔষুধের দোকান খোলা থাকতো পালা করে। অথচ বর্তমানে ঔষুধের দোকানের রাতের বেলায় কোন পরিষেবা না পাবার ফলে কালিয়াগঞ্জ শহরের মানুষদের যেমন চরম সমস্যার সন্মুখীন হতে হচ্ছে তেমনি বিভিন্ন গ্রাম থেকে আসা অনেক রোগীকে নিয়ে তাদের পরিবারদের হাসপাতালে আসতে হচ্ছে।শুক্রবার গভীর রাতে এই প্রতিবেদকের সাথে দুই সাংবাদিক বন্ধু কালিয়াগঞ্জ শহরে কোন ঔষধের দোকান খোলা আছে কিনা তা দেখতে গিয়ে বিশাল অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক একটি ঔষুধের প্রেসক্রিপশন যদি রাত ১২ বা তার পরে

 

করে তাহলে সেই রোগী যে চরম বিপদের সন্মুখীন হবেই সেটা বলার অপেক্ষা রাখেনা।উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য দধি মোহন দেবশর্মা এক সাক্ষাৎকারে বলেন বেশ কিছু মানুষ তার কাছে অভিযোগ করেছে অধিক রাত্রে কালিয়াগঞ্জ শহরের কোন ঔষুধের দোকান খোলা না থাকায় গ্রামের মানুষেরা রোগীকে নিয়ে চরম সমস্যায় পরে।তিনি বলেন এ এ ব্যাপারে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনগর সাহার সাথে তিনি কথা বলে এই সমস্যার সমাধান করবেন বলে জানান।

কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা শনিবার এক সাক্ষাৎকারে বলেন তিনি এই সমস্যা সমাধানে অনেকটাদূর অগ্রসর হয়েছেন।আগামী ১লা আগস্ট কালিয়াগঞ্জ ড্রাগ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে তিনি একটি জরুরী মিটিং করে এই সমস্যার সমাধান করবেন বলে তিনি জানান। তিনি বলেন আমরা সবার জন্যই কিছু কিছু নিজেদের স্বার্থের বাইরেও কাজ করতে হবে বলে তিনি মনে করেন।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ তাপস রায় বলেন কালিয়াগঞ্জ শহরে অবিলম্বে রাতের জন্য একটি ওষুধের দোকান অবশ্যই খোলা রাখা উচিত সাধারণ মানুষের স্বার্থের দিকে তাকিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *