December 22, 2024

পার্থর কুকুরের জন্য আলাদা ফ্ল্যাট! এলাহি কারবার নাকতলায়

1 min read

এলাহি কারবার নাকতলায় ,পার্থর কুকুরের জন্য আলাদা ফ্ল্যাট!

নাকতলায় পার্থর এমনই একটি ফ্ল্যাটের খোঁজ মিলেছে।  পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পোষা কুকুরের জন্য রয়েছে আলাদা ফ্ল্যাট! বিলাসবহুল সেই ফ্ল্যাটে দিনরাত চলে এসি। সূত্রের খবর, নাকতলা শক্তিসংঘ ক্লাবের ঠিক উল্টোদিকে থাকা ফ্ল্যাটটিতে বর্তমানে তিনটি কুকুর রয়েছে। এর আগে সেখানে চারটি কুকুর ছিল। একটি কিছুদিন আগে মারা গিয়েছে।

সূত্র জানাচ্ছে, পার্থর ওই ফ্ল্যাটটিতে ২৪ ঘণ্টাই এসি চলে। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকে পোষা কুকুররা। এছাড়া এই কুকুরদের দেখাশোনার জন্য এক মহিলা সহ দু’জনকে নিয়োগ করা হয়েছে। তাঁরাই ফ্ল্যাটটি পরিচালনা করেন।শুক্রবার সকাল থেকে ইডি আধিকারিকরা জেরা শুরু করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে। দিনভর জেরার মুখে মাঝে একবার অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসক এসে দেখেও যান তাঁকে। কিন্তু তাতেও জেরা থামাননি ইডি কর্তারা। রাতের দিকে জানা যায়, পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এক মডেল অভিনেত্রীর বেহালার ফ্ল্যাট থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই টাকার ছবি প্রকাশ্যে আনে ইডি। অভিযোগ, এসএসসি দুর্নীতির সঙ্গে উদ্ধার হওয়া অর্থের সরাসরি যোগ রয়েছে। এরপরই স্পষ্ট হতে শুরু করে যে রাতেই গ্রেপ্তার করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে। সেইমতো রাত সাড়ে দশটা নাগাদ ইডির পূর্বাঞ্চলের বড় কর্তা আরও অতিরিক্ত বাহিনী নিয়ে হাজির হয়ে যান পার্থর বাড়িতে। তখনই কানাঘুষো শুরু হয়ে যায় যে কোনও মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে এই বর্ষীয়ান রাজনীতিবিদকে। এদিন তাঁকে গ্রেপ্তার করা হল। এই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *