October 26, 2024

স্বচ্ছ ভারত অভিযানে এগিয়ে এল বিএড এবং ডিএড কলেজের ছাত্র ছাত্রীরা

1 min read

তন্ময় চক্রবর্তী ঃ শঙ্কর গুপ্তা- উত্তর দিনাজপুর স্বচ্ছ ভারত সবুজ অভিযান, দিকে দিকে তার আহব্বান, ভারত আবার দিচ্ছে ডাক,ময়লা আবর্জনা দূরে যাক  আজ এই স্লোগান কে সামনে রাখে 


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহব্বাণে  সারা দিয়ে এবার স্বচ্ছ ভারত অভিযানে এগিয়ে এল বিএড এবং ডিএড কলেজের ছাত্র ছাত্রীরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


  উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেরগ্রামে সারদা দেবী বিএড কলেজের ছাত্র ছাত্রীদের দেখা গেল কলেজ ক্লাস করার পরিবর্তে আজ কে  ঝাটা ও কোদাল ও ঝুড়ি হাতে নিয়ে নিজেদের কলেজ এর পাশাপাশি  কলেজের আশেপাশের গ্রামে গিয়ে এলাকা পরিস্কার করতে। যা এলাকার মানুষদের কাছে দারুন ভাবে সারা ফেলে দিয়েছে । 


 কলেজের ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা জানান , স্বচ্ছ ভারত অভিযানে সারা দিয়ে তারা নিজেরাই ঝাটা হাতে নিয়ে কলেজের সমস্ত ঘড় যেমন পরিস্কার করলেন তেমন ই কলেজের আশে পাশের এলাকা থেকে আবর্জনা পরিস্কার করলেন । সমস্ত ছাত্র ছাত্রী দের দেখা যায়  এই অভিযানে সামিল হয়ে উৎসাহের সাথে কাজ করতে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


প্রচণ্ড রোদ কে উপেক্ষা করে প্রত্যেকেই ভর দুপুরেই এই সাফাই অভিযানে সামিল হয়  সারিবদ্ধ ভাবে কখনো বা আবার ছাত্র ছাত্রীরা এদিকে ওদিকে গিয়ে নিজেরাই নিজেদের মতো করে সাফাই অভিযান করে। পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনা মূলক স্লোগান প্লাকাট এ লিখে 



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এদিন ছাত্র ছাত্রী থেকে শিক্ষক  শিক্ষিকারা পরিস্কার পরিচ্ছন্ন করার পড় কলেজের পাশে বেশ কিছু এলাকা মিছিল করে পরিক্রমা করে   ফলে গ্রাম বাসীরা কলেজের এহেনো উদ্দেগে ভিষন খুশি এদিন স্বচ্ছ ভারত অভিযানে ছাত্র ছাত্রীদের সঙ্গে সমান তালে সহযোগিতা  করেন কলেজের H O D কার্তিক চন্দ্র  ভৌমিক এবং শিক্ষিকা সুচন্দা দে সাহা সহ কলেজের শিক্ষক  শিক্ষিকারা ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *