October 26, 2024

রাধিকাপুর —কাটিহার প্যাসেঞ্জার ট্রেনটি বর্তমানে মালগাড়িতে পরিণত রেল কর্মীদের মদতে

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার ভারত–বাংলাদেশ সীমান্তের সকাল ১০-৪০ শের রাধিকাপুর-কাটি হার প্যাসেঞ্জার ট্রেনটি কালিয়াগঞ্জ স্টেশন থেকে প্রতিদিন কালিয়াগঞ্জ স্টেশনের এক শ্রেণীর রেল কর্মীদের প্রত্যক্ষ মদতে প্যাসেঞ্জারের পরিবর্তে বিহারের সব্জি ব্যবসায়ীদের সব্জি নিয়ে যাবার ট্রেনে পরিণত করেছে।ট্রেনের প্যসেঞ্জারদের কামরার মধ্যে প্রচুর পরিমানে মাল নিয়ে যাবার ফলে টিকিট কেটে যে সমস্ত যাত্রীরা ট্রেনে উঠছে তারা চরম হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রাধিকাপুর থেকে ট্রেনটি কালিয়াগঞ্জ স্টেশনে এলেই কতিপয় রেলকর্মীদের মদতে প্যাসেঞ্জার ট্রেনে উঠবার আগেই সব্জির প্যাকেটএ ট্রেনের সমস্ত  জায়গা দখল করে রাখে।জানা যায় কালিয়াগঞ্জ স্টেশনের এক শ্রেণীর রেল কর্মী এমতারা টনকে টন মাল বিনা বুকিংয়ে ট্রেনে ঢুকিয়ে দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন অবৈধ উপায়ে প্রচুর অর্থ  কামাই করছে রেল কর্তৃপক্ষকে ঠকিয়ে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শুক্রবার কালিয়াগঞ্জ স্টেশনের এক রেলযাত্রী সঞ্জয় চক্রবর্তী এই প্রতিবেদককে ক্ষুব্ধ হয়ে বলেন  প্যাসেঞ্জার ট্রেনে কিভাবে এত প্রচুর পরিমানে ব্যবসায়ীদেরএর সব্জি প্রকাশ্য দিবালোকে বুকিং ছাড়া যেতে পারে?টিকিট কেটে এই ট্রেনে রেল যাত্রীরা গাড়িতে বসতে পারেনা।তিনি বলেন স্টেশনের স্টেশন ম্যানেজারকে বলেও কোন সুরাহা হয়না।সঞ্জয়বাবু বলেন তারা ট্রেন যাত্রীরা মিলে কাটিহার ডিভিশনের ডি আর এম এর কাছে যাওয়ার3ট্রেন যাত্রীদের স্বাক্ষর সম্বলিত একটি প্রতিবাদ পত্র তারা পাঠাচ্ছেন বলে জানান।কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার মিঃ টপ্পকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন নানাভাবে আসল প্রশ্নকে এড়িয়ে যান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *