October 26, 2024

রায়গঞ্জে শিক্ষক দিবস পালন

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ। অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠান, রায়গঞ্জ এর পরিচালনায় রায়গঞ্জ ওয়াই. এম. এ. ভবন সুপার মার্কেট এ ৫ – ই সেপ্টেম্বর সন্ধ্যায় পালিত হলো শিক্ষক দিবস । ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান এর ১৩১ তম জন্মজয়ন্তী ছিলো এদিন । অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার মাননীয় জেলা পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা) রবীন্দ্রনাথ মন্ডল। বহু বিশিষ্ট শিক্ষক, অধ্যাপক, ছাত্রছাত্রী ও গুনীজনের উপস্থিতিতে এবং সক্রিয় অংশগ্রহনে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে । সঙ্গীত, বক্তব্য, কবিতাপাঠ এর মধ্যে দিয়ে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ও জাতির মহান শিক্ষককে শ্রদ্ধা জানানো হয় । উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ কালীশঙ্কর তিওয়ারী এবং ডঃ দীপক রায় । এই অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের চারটি স্তর থেকে চারজন কৃতী শিক্ষককে সম্বর্ধিত করা হয় । বিভিন্ন বক্তা জ্ঞানগর্ভ সরস বক্তব্যের মাধ্যমে শিক্ষক, রাষ্ট্রনেতা ও দার্শনিক রাধাকৃষ্ণান এর ওপর আলোকপাত করেন । উপস্থিত সকলকে তা সমৃদ্ধ করে । এ

ই উপলক্ষ্যে কবিতাপাঠ করেন  উপস্থিত কবিজনেরা ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *