October 27, 2024

কালিয়াগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েতে সূচনা হল পাড়ায় প্রধান কর্মসূচি

1 min read

কালিয়াগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েতে সূচনা হল পাড়ায় প্রধান কর্মসূচি

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুর,১৮এপ্রিল:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েত গুলিতে গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামের মানুষদের পরিষেবা দেবার উদ্যোগে শুরু হল পাড়ায় প্রধান কর্মসূচি।এদিন কালিয়া গঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তের পচাকন্দর গ্রামে পাড়ায় প্রধান কর্মসূচির উদ্বোধন করেন অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিপ্রাবালা সরকার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান সুজিত বর্মন,পঞ্চায়েত সদস্য বুলি রায় অনন্তপুর অঞ্চলের তৃণমূল সভাপতি উত্তম সরকার।প্রধান শিপ্রা বালা সরকার এক প্রশ্নের উত্তরে বলেন জেলা প্রশাসন যদি দুয়ারে সরকার কর্মসূচি নিতে পারে তাহলে আমরা গ্রাম পঞ্চায়েত প্রধানরা কাজের সুবিধার জন্য যারা এখনো গ্রাম পঞ্চায়েত থেকে সুযোগ সুবিধা পায়নি তাদেরকে পারায় প্রধান কর্মসূচির মাধ্যমে পরিষেবা দিতে পারব আমরা ।

এদিনের পাড়ায় প্রধান শিবিরে অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পচাকন্দর, মধ্য গৌরীপুর এবং অনন্তপুর এলাকার বেশ কিছু মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে অনন্তপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শিপ্রা বালা সরকারের কাছে এলে পরে তাদের সমস্যার কথা শুনে সমস্যার সমাধান করেন।এদিনের পাড়ায় প্রধান শিবিরে

 

প্রধান শিপ্রা বালা সরকার বলেন অনেক গ্রামের মানুষ আছে তারা খেতি জমি নিয়েই ব্যস্ত থাকে। গ্রাম পঞ্চায়েতে আসার সময় পায়না।তাদের পরিষেবা দেওয়ার কারনেই পাড়ায় প্রধান শিবিরের মূল উদ্দেশ্যকালিয়াগঞ্জ ব্লকে এই প্রথম পাড়ায় প্রধান শিবির চালু হওয়ায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন অনন্তপুর গ্রাম পঞ্চায়েত নিজেদের বিবেচনার মাধ্যমে এই শিবির করায় তিনি তাদের অভিনন্দন জানায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *