October 27, 2024

“কাজ না করে এনজয় করলে চাকরির দরকার নেই”, পুলিশকে কড়া বার্তা মমতার

1 min read

“কাজ না করে এনজয় করলে চাকরির দরকার নেই”, পুলিশকে কড়া বার্তা মমতার

বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামের হত্যাকাণ্ডে এবার এই অভিযোগ তুললেন খোদ মুখ্যমন্ত্রীও। সেই সঙ্গে অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকেও গ্রেফতারের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে নিহত উপ প্রধান ভাদু শেখ ও অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরই পুলিশকে (Police) কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি।

কী বলেছেন মমতা?

এদিন বগটুই গ্রামে গিয়ে মমতা বলেন, “আমি চাই এমন শাস্তি দেওয়া হোক যাতে কোনওদিন এই ধরনের জিনিস করতে না পারে। যাতে এঁদের দেখে শিক্ষা নেবে অন্যরাও যাতে এই ঘটনা না ঘটায়। গোটা বাংলাজুড়ে তল্লাশি চালান হোক। যত বোমা-গুলি আছে সব উদ্ধার করতে হবে। পুলিশ সক্রিয়ভাবে কাজ করলে সেলাম জানান হবে। যারা কাজ না করে এনজয় করে তাঁদের পুলিশে কাজ করার প্রয়োজন নেই। দু’জন অন্যায় করবে এর জন্য গোটা পুলিশকে দোষের ভাগীদার হতে হবে এটা হতে পারে না।”

পুলিশ নিয়ে আর কী জানিয়েছেন রাজ্যের পুলিশমন্ত্রী?

মমতা বলেন, “পুলিশের এখানে কে আছে, কোথায় ডিজি? আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট। তাঁকে কমপ্লেন করেছিল ওরা। কিন্তু পুলিশ পাঠায়নি। কিন্তু সময় মতো পুলিশকে পাঠায়নি। ওকে অ্যারেস্ট করা হবে। তার কারণ হচ্ছে, অ্যারেস্ট করে কেন পুলিশ পাঠায়নি, সময়মতো? পাঠালে ঘটনাটি নাও ঘটতে পারত। এটা দেখতে হবে। দুই হচ্ছে, এখানকার যিনি এসডিপিও ছিলেন, তিনি যখন দেখলেন একজন খুন হয়ে গেল, তারপরও ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যাতে আর কোনও ঘটনা না ঘটে, আর এরকম ঘটনা আগেও ঘটেছে। আগেও খুন হয়েছে। এসডিপিও দায়িত্ব পালন করেনি। ডিআইবি দায়িত্ব পালন করেনি। সুতরাং যারা যারা দায়িত্ব পালন করেনি। এবং এই ঘটনা ঘটতে যারা যারা জেনেশুনেও পুলিশকে কাজে লাগায়নি, তাঁদের কঠোর শাস্তি চাই। দুটোরই নিন্দা করছি। আমি কিছু শুনতে চাই না, যে একে-ওকে পেলাম না। দুজন পালিয়ে গেছে, যেখানেই পালাক ধরে নিয়ে আসতে হবে। যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে বা যারা বাকি আছে, আনারুল অ্যারেস্ট হবে। হয় থানায় গিয়ে আত্মসমর্পণ করবে, তা না হলে অ্যারেস্ট করবেন। তার কারণ হচ্ছে, যখন পাবলিক বলেছিল এরকম ঘটনা ঘটতে পারে এবং এসডিপিও জানত, আইসি জানত।”

মানবিক মমতা

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “দেখুন আমি যখন একটা খবর বলছি, আমি এখানে চেয়ার হিসেবে বলছি না, আমি একটা মানুষ হিসেবে বলছি। এটা আমার মানবিকতা। তারা নেগলেট না করলে এই ঘটনা ঘটত না, সঙ্গে সঙ্গে যদি পুলিশ পিকেটিং দিত। পুলিশ পিকেটিং দেয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *