October 26, 2024

নিম্ন মানের কাজের প্রতিবাদে গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দিল

1 min read
তপন চক্রবর্তী-নিম্ন মানের -রাস্তার কাজ শুরু হবার পর থেকে বার বার গ্রাম বাসীদের পক্ষ থেকে অভিযোগ জানিয়েও যখন কোন কাজ হয়নি তখন রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ২নম্বর ধনকোল গ্রাম পঞ্চায়েতের পূর্বরামপুর,নেহালিপাড়া,চকশিবানন্দ প্রভৃতি গ্রামের গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয়।
গ্রাম বাসীদের দাবি যতক্ষন পর্যন্ত সরকারি সিডিউল মেনে কাজ না করা হচ্ছে ততক্ষণ তারা রাস্তার কাজে হাত দিতে দেবেনা।তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য রাফায়েল সোরেন বলেন এই গুরুত্বপূর্ণ রাস্তার কাজ যে ঠিকাদার করছে সে সরকারের কোন নিয়ম না মেনেই নিজের ইচ্ছা মত কাজ  শুরু করেছে। সিডিউল হিসাবে যেখানে রাস্তা চওড়া হবার কথা ৩,৭৫০মিটার সেখানে ৩মিটার করে ৭৫০ মিটার বাদ দিয়েই কাজ করছে।শুধু তাইই নয়।রাস্তার কাজ করবার সময় যেখানে বস কাটিং করে নতুন রাস্তার কাজ করার কথা সেটা না করেই কাজ করা হচ্ছে।এই ধরনের রাস্তার কাজ করতে আমরা কোন ভাবেই দেবনা।বিজেপির পঞ্চায়েত সদস্য গৌরাঙ্গ বর্মন বলেন এই ঠিকাদার দিনেই ডাকাতি করছে।যেমন তেমন ভাবে রাস্তা করতে আমরা গ্রাম বাসিরা কোন ভাবেই করতে দেবনা।সরকারের দেওয়া সিডিউল অনুযায়ী রাস্তার কাজ যদি করতে পারে করুক না হলে কাজ বন্ধ করে চলে যেতেই হবে বলে জানান।
এলাকার গ্রাম বাসীরা এতটাই ক্ষুব্ধ যে তারা সাবল নিয়ে এসে রাস্তার মাঝে গর্ত করে রেখে দিচ্ছে।গ্রামবাসী আব্দুল সালাম বলেন রাস্তার কাজ করবার জন্য বাইরে থেকে মাটি এনে রাস্তায় দেবার কথা সেখানে তার ধানী জমিতে গর্ত করে সেখান থেকে মাটি নিয়ে রাস্তায় দেওয়া হয়েছে।আব্দুস সালাম বলেন আমার ধানী জমি নষ্ট করে কে তাকে মাটি কাটার অনুমতি দিয়েছে?আমার জমির ক্ষতিপূরণ কে দেবে বলে ক্ষুব্ধ হয়ে জানান।শুধু আব্দুল সালামই নয় এই অভিযোগ নলিনী বর্মন,পুতুল রায় সহ অনেকেরই।জানা যায় বিএডিপি ফান্ডের ১,৭৮,৫৮,৯০০ কোটি টাকার এই কাজের ঠিকাদারি পেয়েছে রায়গঞ্জের বি,পাল এন্ড কস্ট্রাকসন।
জানা যায় প্রতি এক কিলোমিটার রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছে ৪৯লক্ষ,২০হাজার টাকা।গ্রাম বাসীদের দাবি যতক্ষন পর্যন্ত জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের এলাকায় এসে সিডিউল হিসাবে কাজ করবার প্রতিশ্রুতি না দিয়ে যাবে ততদিন এই কাজ কোন ভাবেই গ্রামবাসীরা করতে দেবেনা বলে গ্রামবাসীরা জানান।গ্রামবাসীরা জানান এই রাস্তার কাজের নমুনা দেখে পার্শবর্তী বি এস এফ ক্যামের জোয়ানরাও অবাক হয়ে তাদের বলেছে এই ভাবে এত নিম্নমানের কাজ কোন ভাবেই করতে দেওয়া উচিৎ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *