October 27, 2024

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি সুকান্তর, কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছেন শুভেন্দু

1 min read

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি সুকান্তর, কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছেন শুভেন্দু

উপ-প্রধান খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রামপুরহাট (Rampurhat Violence)। রাতের অন্ধকারে রামপুরহাটের বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর (Rampurhat Violence)। আর এই ঘটনায় এবার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।পাশাপাশি, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সোমবার সন্ধেবেলা খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। রাতের অন্ধকারে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় (Rampurhat Violence)

ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী বার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) টুইট করে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেন। যদিও শুভেন্দু দাবি করেছেন ১২ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘প্রশাসন ইতিমধ্যে দেহের সংখ্যা কম করার চেষ্টা করা শুরু হয়েছে। অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন।’ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, এই ঘটনার দায় নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ করা উচিত বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, গোটা রাজ্যজুড়ে অরাজকতা চলছে। মাননীয় পুলিশমন্ত্রী-মুখ্যমন্ত্রীর লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। কথায় কথায় উত্তরপ্রদেশ, গুজরাত দেখানো হয়, এটা কী চলছে। রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে।’ ঘটনা ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। দিনে দিনে রাজ্যের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলছে বিরোধীরা। পর পর রাজ্যে ঘটে যাওয়া হিংসার ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর নবান্ন সূত্রের। এমনকি ওসিকে ক্লোজ ও এসডিপিও-কে অপসারণ করা হয়েছে। এদিনের ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল নেতাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশমতোই ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *