October 24, 2024

দাড়িভিট কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে চলছে বিজেপি

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী ঃ–উত্তর দিনাজপুর-ইসলামপুরের দারিভিট কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে  কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছে।মঙ্গলবার  উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ।তিনি বলেন দাড়িভিট  কাণ্ডে    জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার ।  কারণ পুলিশ দিয়ে স্কুলে শিক্ষক নিয়োগ করছে এই রাজ্য সরকার। এর প্রতিবাদ যখনই স্কুলের ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করছিল স্কুলে তখন  তার মোকাবেলা করল পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে এবং ছাত্র হত্যা করে ।  তিনি   বলেন  গণতান্ত্রিক দেশে এই ধরনের আচরণ কোন ভাবে মেনে নেওয়া যায় না তাই এর বিরুদ্ধে বিজেপি বন্ধ ডেকেছে  রাজ্য জুরে । দিলীপবাবু তাঁর বক্তব্যে বলেন, দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় আমরা পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত চাই। নিরপেক্ষ সংস্থা তদন্ত করলেই সব বেরিয়ে আসবে। এই স্বেচ্ছাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে এক হয়ে প্রতিবাদ করতে হবে। এজন্য ২৬ সেপ্টেম্বর ১২ ঘণ্টার বন্ধ সফল করার আহ্বান জানাচ্ছি। নিহত দুই ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। শিক্ষামন্ত্রী বিজেপি এবং আরএসএস সংগঠনকে জড়িয়ে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা তাঁর পদত্যাগ দাবি করছি। দাড়িভিটা স্কুলে চক্রান্ত চলছে। রাজ্য সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই।

 তারা শান্তি বজায় রেখে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুক। এ দিল দিলীপবাবু আরো বলেন ,বিজেপির জেলা সভাপতি শংকর চক্রবর্তী কে  বিভিন্ন  ধরনের কেস  দিয়ে এখন দাড়িভিট  কাণ্ডে   ধামাচাপা দিতে চাচ্ছে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *