October 27, 2024

কালিয়াগঞ্জ পৌর সভার নুতন পৌর বোর্ড গঠন ২৫ শে মার্চ,পৌর চেযারম্যানের দৌড়ে এগিয়ে রামনিবাস সাহা,ভাইস চেযারম্যানের দৌড়ে বসন্ত  রায়

1 min read

কালিয়াগঞ্জ পৌর সভার নুতন পৌর বোর্ড গঠন ২৫ শে মার্চ,পৌর চেযারম্যানের দৌড়ে এগিয়ে রামনিবাস সাহা,ভাইস চেযারম্যানের দৌড়ে বসন্ত  রায়

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ,১৪ মার্চ:পৌর নির্বাচন শেষ হয়ছে গত২৭ শে ফেব্রুয়ারি। ভোটের ফলাফলও প্রকাশ হয়ে গেছে তাও বেশ কিছু দিন হল অর্থাৎ ২রা মার্চ। দীর্ঘদিন হয়ে গেলেও কালিয়াগঞ্জ পৌর সভার নুতন পৌর বোর্ড গঠন হতে কেন এত সময় লাগছে তা নিযে কালিয়াগঞ্জ শহরের সর্বত্রই একই আলোচনা। অবশেষে সাধারণ মানুষের উৎকণ্ঠার অবসান ঘটালেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ।সোমবার উত্তর দিনাজপুর জেলা সূত্রে জানা যায় কলিয়াগঞ্জ পৌর সভার নুতন পৌর বোর্ড গঠন করতে রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ তার দপ্তর থেকে ৫২/এম এ ১১/৩/২০২২ নম্বর চিঠিতে কালিয়াগঞ্জ পৌর সভাকে জানিয়ে দিয়েছেন কালিয়াগঞ্জ পৌর সভার প্রথম বৈঠক হতে চলেছে আগামী ২৫শে মার্চ বেলা ১২,৩০মিনিটে।সেই দিন কালিয়াগঞ্জ পৌর সভার নুতন চেয়ারম্যান নির্বাচিত হবেন।

এদিকে কালিয়াগঞ্জ শহরের সর্বত্রই একই গুঞ্জন কালিয়াগঞ্জ পৌরসভা নূতন চেয়ারম্যান কে হতে চলেছেন? কার দিকে পাল্লা ভারী?তবে কালিয়াগঞ্জ পৌরসভার পরবর্তী চেয়ারম্যান কে হতে চলেছেন কালিয়াগঞ্জ শহরের সর্বত্রই যার নাম নিয়ে আলোচনা হচ্ছে তিনি ১৫ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল দলের জয়ী প্রার্থী রাম নিবাস সাহা। যদিও জানা যায় কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রসের পক্ষ থেকে রাজ্য তৃণমূল দলের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ৩ জন জয়ী প্রার্থীর নাম পাঠানো হয়েছে।

এই তিনজন তৃণমূলের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন ১৫ নম্বর ওয়ার্ড থেকে রাম নিবাস সাহা, ১৭ নম্বর ওয়ার্ড থেকে বসন্ত রায় এবং ১৩ নম্বর ওয়ার্ড ঈশ্বর চ্ন্দ্র রজক।কালিয়াগঞ্জ পৌর সভার নির্বাচনে এবার মূল লরায় হয়েছিল বিজেপির কার্তিক চন্দ্র পালের সাথে তৃণমূল দলের। তৃণমূলের উর্দ্ধতন কর্তৃপক্ষ বিজেপির কার্তিক পালকে হারানোর জন্য নানাভাবে চেষ্টা করেও কার্তিক পালের নেতৃত্বে বিজেপির ঘোড়াকে কোন ভাবেই রুখতে পারেনি কালিয়াগঞ্জের তৃণমূল দল।

বরঞ্চ কালিয়াগঞ্জ পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান তথা কালিয়াগঞ্জ এর রূপকার কাত্তিক পাল কালিয়াগঞ্জ পৌরসভা ৬টি আসন দখল করতে সক্ষম হয়েছে। যা উত্তরবঙ্গের পৌর সভার গুলির মধ্যে বিজেপির আসন সংখ্যা কালিয়াগঞ্জ পৌর সভাতেই সব থেকে বেশি

 

১৭ টি ওয়ার্ডের মধ্যে বিজেপির কার্তিক পাল সর্বোচ্চ ১৮৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৮ নম্বর ওয়ার্ড থেকে বলে জানা যায়।কালিয়াগঞ্জ পৌর সভার ১৭টি আসনের মধ্যে তৃণমূলের দখলে গেছে ১০টি আসন, বিজেপির দখলে ৬ টি এবং নির্দল প্রার্থী একটি আসনে জয়ী হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *