October 23, 2024

রাজ্য স্তরের অনুর্ধ ১৪(বয়েজ) খো-খো প্রতিযোগীতায় উত্তর দিনাজপুর বিদ্যালয় দল রানার্স

1 min read



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ- ৬৪তম ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস খো-খো এর পরিচালনায় শনিবার উত্তর ২৪পরগনার হাবরার বাউগাছি কাশিবালা বিদ্যাপীঠের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খো-খো (বয়েজ)খেলায় উত্তর ২৪পরগনা বিদ্যালয় দলের কাছে পরাজিত হয়ে রানার্স দলের মর্যাদা পেল উত্তর দিনাজপুর বিদ্যালয় দল।

উত্তর দিনাজপুর দলের কোচ বরুন দাস জানান আগামী কাল সকালের কলকাতা -রাধিকাপুর ট্রেনে কালিয়াগঞ্জ তারা নামবে।বিকাল ৪টায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে রাজ্যে রানার্স হবার সুবাদে  উত্তর দিনাজপুর বিদ্যালয় দলকে সম্বর্ধনা দেবেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ।উত্তর দিনাজপুর বিদ্যালয় দলের অপর ক্রীড়া শিক্ষক বৈকুণ্ঠ বৈশ্য বলেন এক সপ্তাহ আগেই রাজ্য স্তরের খো-খো ক্রীড়া প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর বিদ্যালয় দল অনুর্ধ (১৭) বালিক বিভাগ (খো-খো) উত্তর ২৪পরগনার কাছে ফাইনালে পরাজিত হয়ে রানার্সের মর্যাদা পায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তিনি বলেন আমরা এতে আশা হত কখনোই হবোনা।আমাদের ছেলে ও মেয়েরা খুব শীঘ্রই চ্যাম্পিয়ানের মর্যাদা যে পাবে সেই সময় আর বেশি দূরে নাই।খেলায় হার জিৎ থাকবেই।উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের সদস্য অসীম ঘোষ বলেন উত্তর দিনাজপুর জেলার হত দরিদ্র ঘরের খো-খোর ছেলে মেয়েরা যে আর্থিক সমস্যার মধ্যে থেকেও যেভাবে রাজ্যের অন্যান্য জেলার সাথে দাঁতে দাঁত রেখে লড়ে যাচ্ছে তার সুফল খুব শীঘ্রই পাবে তারা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *