October 27, 2024

ভি ভি আই পি নির্দল প্রার্থী প্রবীর মহাপাত্র ৮ নম্বর ওয়ার্ডে কার্তিক পালের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমে তাকে ৫৭জন ভোটার উপযুক্ত জবাব দিল_

1 min read

ভি ভি আই পি নির্দল প্রার্থী প্রবীর মহাপাত্র ৮ নম্বর ওয়ার্ডে কার্তিক পালের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমে তাকে ৫৭জন ভোটার উপযুক্ত জবাব দিল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২ মার্চ: না কালিয়াগঞ্জ এর মানুষ কালিয়াগঞ্জ পৌর সভার ৮নম্বর ওয়ার্ডের ভি ভি আই পি নির্দল প্রার্থী প্রবীর মহাপাত্রকে নিরাশ করেনি।যে ৫৭জন পৌর নাগরিক প্রবীর মহাপাত্রের দ্বারা উপকৃত হয়ে ছেন তারা তাদের কথা রেখে তার ঝুলিতেই তাদের ভোট দিয়ে ভদ্র লোকের চুক্তি বজায় রেখেছেন।তারা ৫৭টি ভোট নষ্ট করেও মহাপাত্র সাহেবকে বুঝিয়ে দিলেন মাত্র ৫৭দিন কাজ না করেও এত গুলো ভোট পাওয়া যায়।তাহলে কয়েক বছর ধরে জনসেবা করলে অনেক ভোট পাওয়া যায়।তাই ৮নম্বরের মানুষজনকে বলতে শোনা গেল এবার থেকে টানা পাঁচ বছর মানুষের জন্য কাজ করুন মানুষ আপনাকে আপনার লক্ষে পৌঁছে দেবেই।ভোটের কয়েকদিন আগে এসে সবাইকে বড় বড় কথা বলে নেতা হওয়া যায়না।

আর আপনি যার বিরুদ্ধে লরতে নেমে ছিলেন তাকে পরাজিত করবেন বলে সেই কার্তিক পাল আপনাকে দেখিয়ে দিয়েছেন শুধু ৮নম্বরেই তিনি জয়ী হননি।তিনি আপনাকে শুধু নয় যারা কালিয়াগঞ্জ এর দুধে রাজনীতিবিদ তাদেরকে ও বুঝিয়ে দিয়েছেন তিনি তৃণমূলেও যেমন কার্তিক পাল ছিলেন বিজেপিতে গিয়েও তার কারিশমা কিছুই কমে নি।

বিজেপির মত একটি দলে গিয়েও তিনি নিজে শহরের মধ্যে সর্বোচ্চ ভোট পাবার অধিকারী হয়েও ৬টি বিজেপি প্রার্থীকেও জিতিয়ে আনার মত ক্ষমতা রাখে।আসলে যে কোন পরীক্ষায় বসবার আগে হোম ওয়ার্ক করতে হয় এবার নিশ্চয় মহাপাত্র বাবুর বুঝতে অসুবিধা হয়তোবা আর হবেনা।আর কালিয়াগঞ্জ এর উন্নয়নের কান্ডারী কার্তিক বাবুও পরীক্ষায় বসেছিলেন

আপনিও বসেছিলেন তা ছাড়াও আরো একজন পরীক্ষায় বসেছিলেন। কিন্তূ কে কত নম্বর পেলেন দেখুন কার্তিক পাল ১৪৬৭টি নম্বর পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট।আর ডাহা ফেল করলেন আপনারা দুজন যাদের মধ্যে অত্যন্ত একজন ভালো মানুষ বলে যার পরিচিতি আছে তিনি পেলেন ৫৫৯ আর আপনি যা পেয়েছেন তা বলা না গেলেও বলতে হবে মাত্র ৫৭ নম্বর?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *