October 24, 2024

কালিয়াগঞ্জের মা বয়রা মন্দিরের সংস্কারের সিদ্ধান্ত, বার্ষিক সভায় সবার সম্মতিতে পুরানো কমিটির মেয়াদ বৃদ্ধি ৫বছর

1 min read
তন্ময়  চক্রবত্তী ঃশনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মা বয়রা মন্দির প্রাঙ্গনে সন্ধ্যায় কালিয়াগঞ্জ মা বয়রা কালি পূজা কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয় কমিটির সভাপতি কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়ের পৌরহিত্যে।সভার শুরুতে বিদায়ী কমিটির সম্পাদক সবার হাতে মা বয়রা পূজা কমিটির আয় ব্যায়ের হিসাবের সাথে বিগত দুই বছর কার্য কালে বিদায়ী কমিটি মায়ের মন্দিরের উন্নয়নে কি কি উন্নয়ন মূলক কাজ করতে পেরেছে তার লিখিত কার্য বিবরণীর মাধ্যমে।পরবর্তীতে পুনরায় নুতন কমিটি গঠনের ব্যাপারে আলোচনা শুরু হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমিটির পক্ষ থেকে কালিয়াগঞ্জ বাসী তপন চক্রবর্তীকে কমিটি সম্পর্কে বলতে বললে তপন চক্রবর্তী বলেন যেহেতু মা বয়রা কালি মন্দির নিয়ে মন্দির সংস্কারের ব্যাপারে একটি সিদ্ধান্ত হতে যাচ্ছে সেই কারণেই দক্ষ পুরাতন কমিটিকে রেখে এই অভিজ্ঞ কমিটিকে নুতন মন্দির না হওয়া পর্যন্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হলে সব দিক দিয়েই কাজের সুবিধা হবে বলে তিনি মনে করেন।

 তাছাড়া এই কমিটি মাননীয় সদস্যরা যেভাবে সততার সাথে কাজ করে গেছে বিগত দুই বছর ধরে তা অভিনন্দন যোগ্য।পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন নতুন কমিটি করা হলে তাদের কাজ করতে  প্রথম প্রথম অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।কিন্তু এবার যেহেতু মায়ের মন্দিরের সংস্কারের মত একটি বড় কাজ হবার সিদ্ধান্ত হতে যাচ্ছে সেক্ষেত্রে পুরাতন কমিটিকেই রেখে দেওয়া উচিৎ বলে তিনি মনে করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পৌরপতি আরও বলেন মন্দির নির্মাণের জন্য আলাদা একটি কমিটি করা হোক যে কমিটি হবে অত্যন্ত শক্তিশালী।কালিয়াগঞ্জের বিশিষ্ট ব্যক্তিদের সেই কমিটিতে  অবশ্যই গুরুত্বপূর্ন পদে বসিয়ে আমাদের মন্দির নির্মাণের পথ সুগম করতে হবে বলে তিনি মনে করেন। কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা বলেন  মা বয়রা মন্দিরের সংস্কারের কাজে অবশ্যই হাত দেওয়া জরুরী।সবাই এই কাজে এগিয়ে আসবে এ ব্যাপারে তিনি নিশ্চিত।বিশিষ্ট ব্যবসায়ী সুরেশ শরাফ বলেন মা বয়রা কালি পূজা কমিটির বিদায়ী কমিটিকে ৫বছরের জন্য রেখে দেওয়া হোক।এই কমিটির সাথে মন্দির নির্মাণ কমিটি সমন্বয় সাধন করে কাজ করলে কাজের সুবিধা হবে বলে তিনি মনে করেন।

বিশিষ্ট সমাজসেবী স্বপন সরকার বলেন কালিয়াগঞ্জের মা বয়রা কালীর নাম সারা রাজ্যে সমাদৃত।আমরা সবাই মিলে মন্দির নির্মাণে ঝাঁপিয়ে পড়লে শুধু মন্দির নির্মাণ হবে তাই নয় দর্শনীয় মন্দির আমরা মায়ের ইচ্ছায় করতে পারবো এই বিশ্বাস আমার আছে।সমাজসেবী অসীম ঘোষ বলেন মন্দির নির্মাণের সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে তখন তা হবেই।বর্তমান কমিটির সাথে মন্দির নির্মাণ কমিটি যৌথ ভাবে কাজ করার কারণেই বিদায়ী কমিটিকে পুনরায় মন্দিরের স্বার্থেই পুনর্বহাল করা হোক।বিশিষ্ট ব্যবসায়ী গোপী চন্ডক বলেন মা  বয়রা কালী মন্দিরের সংস্কার অত্যন্ত জরুরী।আমরা সবাই মিলে  এই কাজ করলে এটা কোন সমস্যা হবেনা।

বিদায়ী কমিটিকে পুনরায় রাখার ব্যাপারে তিনি সবার সাথে সহ মত পোষণ করে বলে জানান।সভায় পৌরপিতা কার্তিক পাল প্রস্তাবিত মন্দির নির্মান কমিটির একটি খসড়া কমিটি তৈরী করে সভায় পেশ করেন।কালিয়াগঞ্জ থানার আই সি তথা মা বয়রা কালী পূজা কমিটির সভাপতি উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মতামত জানার পর বলেন মা বয়রা কালী পূজা কমিটির বর্তমান কমিটি যে এই মন্দির চালানোর ব্যাপারে যথেষ্টই দক্ষ তা আমি নানা ভাবে বিচার করে দেখেছি।

এই কমিটির প্রত্যেকেই যে মন্দিরের কাজকর্মে অভিজ্ঞ গত দেড় বছরে বার বার দেখেছি।তাই এই কমিটিকেই পুনরায় রেখে আলাদা একটি মন্দির নির্মাণ কমিটি করা হোক।মা বয়রা কালী মন্দির নির্মাণে তার সহযোগীতা সবসময়ের জন্য থাকবেই।তিনি বলেন কোন নতুন সদস্য কেও যদি এই কমিটিতে আসতে চায় তাহলে আসতেই পারেন বলে তিনি মনে করেন।

এর পর সভাপতি সবাইকে ধন্য বাদ দিয়ে সভার  সমাপ্তি ঘোষণা করেন।অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে বার্ষিক সাধারণ সভা হয়েছে বলে প্রত্যেককে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *