October 26, 2024

আবারো প্রকাশ্য দিবালোকে হনুমান বাহিনীর দাপট কালিয়াগঞ্জে

1 min read

তন্ময় চক্রবত্তী,তুফান মহন্ত ঃ-   সেই পঞ্চায়েত নির্বাচনের সময় দেখা গিয়েছিল বিজেপির কালিয়াগঞ্জের  নুমান বাহিনীর দাপট এরপর কয়েক মাস কেটে যাওয়ার পর এবার সেই হনুমান বাহিনী কে দেখা গেল পায়ে বল নিয়ে মাঠ কাঁপাতে কালিয়াগঞ্জের  কলেজ মাঠে একসাথে  ১১  জন হনুমান বাহিনী যেভাবে পায়ে বল নিয়ে সারা মাঠ  দাপাদাপি করল তাতে তারা বুঝিয়ে দিল তারা সব কিছুই পারে নির্বাচনের সময় যাদের হাতের লাঠি নিয়ে সন্ত্রাস মোকাবেলা করতে দেখা গিয়েছিল শাসক দলের ।   আজ তাদের ই দেখা গেল  লাঠি ছেড়ে পায়ে বল নিয়ে সারা মাঠ প্রতিপক্ষ সঙ্গে যুদ্ধ করতে তবে শেষ রক্ষা অবশ্য করতে পারলো না তারা হেরে গেল প্রতিপক্ষের কাছে।


শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজ মাঠে দুইদিন ব্যাপী কালিয়াগঞ্জ কলেজ মাঠ একাদশের পরিচালনায় নকআউট ফুটবল খেলায় বৈকুণ্ঠপুর একাদশ ০গোলে কসবা চতুর্থ ব্যাটেলিয়ানকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলোবৈকুঠপুর একাদশের নীরদ মুর্মু একই তিন তিনটি গোল করে বলে কালিয়াগঞ্জ মাঠ একাদশের সম্পাদক অমল বর্মন জানান

সম্পাদক অমল বর্মন জানান আগামী কাল রবিবার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান দলকে একটি দর্শনীয় ট্রফির সাথে ২৫হাজার টাকা এবং রানার্স দলকে দেওয়া হবে ২০হাজার টাকা


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিনি বলেন এই খেলায় সর্বসেরা খেলোয়াড়কে পার্থ তেওয়ারী স্মৃতি ট্রফি এবং ম্যান অফ দি ম্যাচ খেলায় যিনি হবেন তিনি পাবেন রেখা তালুকদার স্মৃতি ট্রফিশনিবারের উদ্বোধনী খেলার পূর্বে বলে লাথি মেরে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবী তথা বিজেপি নেতা রূপক রায়  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


খেলা দেখবার জন্য মাঠে প্রচুর দর্শকের সমাগম হয়বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা রূপক রায় এই খেলার উদ্বোধন করার পর বলেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত
অঞ্চলে অঞ্চলে বহু প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে যারা একটু সুযোগের অভাবে বসে যাছে।
 তাই সেই সমস্ত খেলোয়ারদের তুলে এনে তাদের
সামনে আগামী দিনে সুযোগ করে দেওয়া যাবে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট বেশি বেশি করে
করার মাধ্যম দিয়ে।




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *