October 25, 2024

জেলা পুলিশের উদ্যোগে ও কালিয়াগঞ্জ থানার ব্যবস্থাপনায় তীর নিক্ষেপ প্রতিযোগিতা

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর-–উত্তর দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ও কালিয়াগঞ্জ থানার ব্যবস্থাপনায় খেত নদীউৎসবকে কেন্দ্র করে রবিবার কালিয়াগঞ্জ কলেজ মাঠে একটি তীর নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কালিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত থেকে মোট  ১৮ জন  প্রতিযোগী এই তীর নিক্ষেপ প্ৰর্তিযোগীতায় অংশ গ্রহন করে। তীর নিক্ষেপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে একজন মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তীর নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের  ভেলাই গ্রামের অজয় সোরেন (৫)পয়েন্ট পেয়ে।
দ্বিতীয় স্থান দখল করে ভান্ডার গ্রাম পঞ্চায়েতের তিলগাঁও গ্রামের সোনা সোরেন ( ৩ )পয়েন্ট পেয়ে এবং তৃতীয় স্থান দখল করে অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভেলাই গ্রামের শুকুমনি হেমরম ( ২ )পয়েন্ট পেয়ে।প্রত্যেক প্রতিযোগী তিনটি করে তীর নিক্ষেপ করে থাকে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে সমগ্র তীর নিক্ষেপ প্ৰর্তিযোগীতাটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন কালিয়াগঞ্জ থানার এস আই রাম চন্দ্র ঘোষ।রামবাবু বলেন সফল প্রতিযোগীদের জেলা স্তরের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় বলেন খেত নদী উৎসবের মূল উদ্দেশ্য হল খেলা ধুলার মাধ্যমে পুলিশের সাথে গ্রামের সাধারণ মানুষের মধ্যে নিবির যোগাযোগ স্থাপন করা। এক্ষেত্রে সাফল্য অবশ্যই পাওয়া যাচ্ছে বলা যেতে পারে।রবিবারের কলেজ মাঠের তীর নিক্ষেপ প্রতিযোগিতা দেখবার জন্য প্রচুর মানুষের ভীড় হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *