October 25, 2024

অবসর সময়ে নিজেকে উষ্ণতার চরম শিখরে পৌঁছতে চান।

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অবসর সময়ে নিজেকে উষ্ণতার চরম শিখরে পৌঁছতে চান। অথচ কাছে কোনো সঙ্গীনি নেই। তাই সেমুহূর্তের সবচেয়ে কাছের সঙ্গী হিসাবে বেছে নেন বিভিন্ন পর্ন ওয়েবসাইটকে। আর তাতেই যেন ফিরে পান জীবনের চরম সুখ। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, অত্যধিক পর্ন দেখলে মস্তিস্ক থেকে শুরু করে দেহেও কিছু অদ্ভুত পরিবর্তন হয়ে থাকে। যা, পরবর্তীতে ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে থাকে ভয়ঙ্করভাবে।গবেষণা বলছে, এই প্রবণতা ভয়ঙ্করভাবে আপনার স্মৃতিশক্তির উপরে প্রভাব ফেলে। অনেক সামান্য বিষয়ই আপনার মাথা থেকে বেরিয়ে যেতে পারে। কারণ পর্ন যে পরিমাণে আপনার স্নায়ুকে নিয়ন্ত্রণ করে এবং তার উপরে চাপ সৃষ্টি করে চলে, তাতে স্মৃতির ক্ষতি হতে পারে।পর্ন-দর্শন সবার থেকে আগে প্রভাব ফেলে মস্তিস্কের উপরে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউরোসাইকাট্রিস্ট ডাক্তার ভ্যালেরি ভুন জানাচ্ছেন, অতিরিক্ত পর্ন মস্তিস্কের উপরে এমন প্রভাব ফেলে, যা ড্রাগ অ্যাডিকশনের থেকে কোনও অংশেই কম নয়।পর্ন-দর্শন খুব স্বাভাবিকভাবেই আপনাকে উত্তেজিত করবে। সেক্ষেত্রে আপনি আপনার পার্টনারকে অন্যভাবে কল্পনা করে থাকবেন। এমন অবস্থায় পৌঁছলে খুব স্বাভাবিকভাবেই সঙ্গীর সঙ্গে আপনার দূরত্ব তৈরি হবে।নিয়মিত পর্ন দেখতে শুরু করলে একটা নির্ভরশীলতা তৈরি হতে শুরু করে। শারীরিক কোনও চাহিদা তৈরি না-হলেও একটা নির্দিষ্ট সময়ে আপনায় দেহ চাইবে উত্তেজিত হতে। অর্থাত্‍, এটা এমন এক অভ্যেসে পরিণত হবে, যার ফলে আপনি আপনার শরীর এবং মনকে কোনওভাবেই নিয়ন্ত্রিত করতে পারবেন না।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *