October 27, 2024

রাধিকাপুর-বারসই ৫৫ কিমি রেলপথে বৈদ্যুতিকরনের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে

1 min read

রাধিকাপুর-বারসই ৫৫ কিমি রেলপথে বৈদ্যুতিকরনের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৮ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তর পূর্ব সীমান্ত রেলের রাধিকাপুর-বারসই রেল পথের ৫৫ কিমি রেল পথের বৈদ্যুতিকরনের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে।উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডি আর এম এস কে চৌধুরী এই খবর দেন।তিনি বলেন সব কিছু ঠিক ঠাক মত চললে আগামী ২০২২সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর-বারসই ৫৫ কিমি রেলপথের বৈদ্যুতিকরনের কাজ শেষ হয়ে যাবে। এই ৫৫ কিমি রেলপথের বৈদ্যুতিকরনের কাজের জন্য বরাত পেয়েছে

একটি আন্তর্জাতিক মানের সংস্থা।আগামী ২০২৩ সালের জানুয়ারি মাস থেকেই এই রেল পথের সমস্ত ট্রেন ডিজেলের পরিবর্তে বৈদ্যুতিকরনের মাধ্যমেই চলাচল করবে। উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার এস কে চৌধরী শনিবার এক প্রশ্নের উত্তরে বলেন রেল দপ্তর থেকে তাদের রাধিকাপুর-বারসই ৫৫ কিমি রেলপথের বৈদ্যুতিকরনের কাজের জন্যসময় সীমা বেঁধে দিয়েছে ভারতের রেলদপ্তর।তিনি বলেন বৈদ্যুতিকরনের প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী ২০২২ সালের মধ্যে রাধিকাপুর-বারসই ৫৫ কিমি রেলপথের বৈদ্যুতিকরনের কাজ শেষ হয়ে যাবে আশা করছি।

 

আগামী ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে রাধিকাপুর -বারসই রেল পথে ডিজেলের পরিবর্তে বৈদ্যুতিক রনের মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বলে তিনি আশাবাদী।কাটিহার ডিভিশনের ডি আর এম এস কে চৌধরী বলেন বিশ্ব ঊস্নায়ন ও জলবায়ু পরিবর্তনকে শক্তিশালী করতে ভারতীয় রেল গ্রীন রেলওয়ে ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানান।তিনি বলেন ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের কাজ শূন্যে নামিয়ে আনার জন্য ভারতীয় রেল দেশের সমস্ত ছোট বড় রেল পথের সর্বত্রই ডিজেলের পরিবর্তে বৈদ্যুতিক চালিত ট্রেন চলাচলের উপযোগী জরে তোলার চেষ্টা করছে।এস কে চৌধরী বলেন রেল দপ্তর গ্রিন পরিকল্পনা সফল।করে তুলবার জন্য ভারতীয় রেল ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে দেশের সমস্ত ব্রডগেজ নেটওয়ার্ক রুটে বৈদ্যুতিকরনের কাজ শেষ করবার সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানান।ডি আর এম এস কে চৌধরী এক প্রশ্নের উত্তরে বলেন রাধিকাপুর-দিল্লী যে ট্রেনটি করোনার কারনে বন্ধ হয়ে আছে তা কবে চালু হবে সে ব্যাপারে তার কাছে এখনও কোন খবর নেই।রাধিকাপুর- বারসই রেলপথে বৈদ্যুতিকরনের কাজ শুরু হচ্ছে এই খবর জানার পর কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল উন্নয়ন কমিটির সভাপতি সুনীল সাহা বলেন রেল দপ্তরের এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন।তিনি বলেন আমরা দীর্ঘ দিন থেকে এই দাবি জানিয়ে আস ছিলাম।কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার মানুষ রেল দপ্তরের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *