October 25, 2024

উত্তপ্ত ভাঙড়ে আহত তৃণমূল কর্মী

1 min read




নিজস্ব সংবাদদাতা, ভাঙড় : আবারও শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হল ভাঙড়। আরাবুল – ওহিদুল ইসলাম শিবিরের এক অনুগত কর্মী কে মারধরের অভিযোগ উঠল নান্নু হোসেন অনুগামী সোফিয়ার রহমান ও   জামিরুল রহমান(জাম্বু )কাজী মোরসেলিম বিরুদ্ধে। ঘটনায় কাজী আব্দুল মোমিন নামে এক তৃনমূল কর্মী গুরুতর আহত হয়েছেন।ওতাঁকে উদ্ধার করতে এসে আহত হন কাজী আসাদুল্লাহ নামে এক কর্মী। অভিযোগ স্টোনচিপ ও ইট ভর্তি ব্যাগ দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কাশীপুর থানার পোলেরহাট বাজারে ট্রাকছি স্ট্যান্ডে। এ ব্যপারে থানায় অভিযোগ করেছেন মোমিন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।কাজী মোমিন এর দাবি, বুধবার সন্ধ্যায় তিনি যখন ব্যক্তিগত কাজে  পোলেরহাট বাজার সংলগ্ন তৃণমূল দলীয় অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন তখন মিজানুর রহমান ঘনিষ্ঠ সফিয়ার মোল্লা সাত আট জন দুষ্কৃতি নিয়ে তার ওপর আক্রমণ করে। তাকে ঘিরে ধরে ইট, বাশ এমনকি বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় রা মোমিনকে উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তার মাথার পিছন দিকে বেশ কয়েকটি সেলাই পড়ে। রাতেই তিনি কাশীপুর থানায় সোফিয়ার মোল্লা সহ সাত আট জনের বিরুদ্ধে অভিযোগ করেন।মোমিন বলেন, আমি আরাবুল  ইসলাম ও ওহিদুল ইসলামের সঙ্গে মিশে দল করি, নীতি আদর্শ নিয়ে চলি বলে নান্নু হোসেন অনুগামী মিজানুর লোকজন বিনা কারনে আমার ওপর আক্রমন করেন। মিজানুর অনুগত দের পালটা দাবি, “মোমিন পার্টি অফিস ভাঙচুর করিয়েছে বহিরাগত দের দিয়ে,দোকান তালামেরে দিয়েছে।”ওহিদুল  ইসলামকে  ফোন করা হলে কোনো উত্তর মেলে নান্নু হোসেন বলেন,”ওদের ব্যক্তি গত আকক্রম ,এতে দলের কোনো বিষয় নয়,বলে উড়িয়ে দেন।”

Attachments area

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *