October 25, 2024

লোকসভা নির্বাচনের জন্য পরীক্ষার কাজ শুরু

1 min read

ইভিএম পরীক্ষার কাজ শুরু হল উত্তর
দিনাজপুর
জেলায়
লোকসভা
নির্বাচনের
জন্য
এই
কাজ
শুরু
হয়েছে  রায়গঞ্জের বোগ্রামে ওয়্যার হাউসে এই
কাজ
চলবে  আগামী নভেম্বর পর্যন্ত এরপর থেকে নভেম্বর পর্যন্ত ইসলামপুর মহকুমায় এই ইভিএম পরীক্ষার কাজ চলবে রাজনৈতিক
দলের
প্রতিনিধি,
প্রশাসনিক
আধিকারিক
ইঞ্জিনিয়ারদের
উপস্থিতিতে
ওই
মেশিনগুলিকে
পরীক্ষা
করে
দেখা
হচ্ছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



প্রশাসন সূত্রে
জানা
গিয়েছে,
জেলায়
মোট
হাজার
৮০০
ইভিএম
এসেছে তার মধ্যে হাজার ৬০০ মেশিন রায়গঞ্জ মহকুমায় বাকি এক হাজার ২০০ মেশিন ইসলমাপুর মহকুমায় পরীক্ষা করে দেখা হবে মোট
মেশিনের
পাঁচ
শতাংশ
মেশিনে
ভোট
দিয়ে
পরীক্ষা
করে
দেখা
হচ্ছে
সেগুলি
ঠিক
মতো
কাজ
করা
করছে
কি
না একই সঙ্গে মেশিনের কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিটগুলি সঠিক ভাবে কাজ করছে কি না সেসবও খতিয়ে দেখা হচ্ছে
জেলার নির্বাচন দপ্তরের আধিকারিক সমীর দে বলেন, জেলায় যে ইভিএম রয়েছে তা পরীক্ষা করে দেখার কাজ শুরু হয়েছে এবারের
সমস্ত
ইভিএমের
সঙ্গে
ভিভি
প্যাড
মেশিন
থাকবে আগামী দিনে সেগুলিও পরীক্ষা করে দেখা হবে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *