October 28, 2024

কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে দুই প্রসাশক মিলে পথ বাতি উদ্বোধন করার প্রাক্কাল প্রাক্তন পৌরপতি কার্তিক পালকে নিয়ে বাঘা যতীন ক্লাবে বড় ধামাকা তৃণমূলের নেতৃত্বদের? –

1 min read

কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে দুই প্রসাশক মিলে পথ বাতি উদ্বোধন করার প্রাক্কাল প্রাক্তন পৌরপতি কার্তিক পালকে নিয়ে বাঘা যতীন ক্লাবে বড় ধামাকা তৃণমূলের নেতৃত্বদের? –

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১১ অক্টোবর: কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে সোমবার সন্ধ্যায় বিবেকানন্দ মোড়ের রাস্তায় পথ বাতির উদ্বোধন করলেন পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায় ও অপর প্রসাশক ঈশ্বর রজক।জানা যায় যখন পৌর প্রসাশক ও প্রসাশক মন্ডলীর সদস্য শহরে আলো জ্বালানোর ব্যবস্থা করতে গিয়ে তাদের রাজনৈতিক আকাশের আলো সোমবার মহা সষ্ঠির সন্ধ্যায় পাকা পাকি ভাবে অস্তাচলে যাবার রাস্তা প্রায় তৈরি হয়ে গেল প্রাক্তন পৌর পিতা কার্তিক পাল সহ বেশ কিছু বিজেপি নেতাদের তৃণমূলের বিধায়ক সৌমেন রায়,রাজ্য সম্পাদক অসীম ঘোষ,তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুন ব্লক যুব সভাপতি রাজা ঘোষ,প্রাক্তন ব্লক তৃণমূল যুব সভাপতি বিভাস সাহা,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মোস্তাক আলী প্রধান,

ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্যের সাথে বাঘা যতিনের দুর্গোৎসবের মঞ্চ মহামিলনের ছবি দেখা শুধু নয় বিজেপি নেতা কার্তিক পাল তৃণমূলের বিধায়ক সৌমেন রায়,তৃণমূলের রাজ্য সম্পাক অসীম ঘোষ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য মহাসষ্ঠির দিন যে বড় ধামাকা দিল তা দেখে পূজার কটা দিন শুধু ঘুম কেড়ে নেবেনা এই দুই অযোগ্য প্রসাশককে আর বুঝিয়ে দিতে হবেনা যে

পূজার ছুটির পর পৌর সভায় আর যাবারই সুযোগ পাবেনা বলে আজকের অনুষ্ঠানে থাকা তৃণমূল সদস্যদেরই বলতে শোনা যায়।অনেককেই রাস্তায় দাঁড়িয়ে বলতে শোনা গেল যে পৌর প্রসাশক মাত্র তৃণমূলেরই অপর চার সদস্যদের ঘর করতে পারেনা,তিনজন পৌর প্রসাশক মন্ডলীর সদস্যদের সাথে পৌর বোর্ড চালাতে পারেনা সেই লোকটিকে কেন কালিয়াগঞ্জের মত একটি পৌর সভায় প্রসাশক করে রাখা হবে?

যে পৌর প্রসাশক অপর প্রশাষকের ব্যক্তিগত জ্বালা মিটানোর সম্পুর্ন ব্যবস্থা করে দেয়,যে পৌর প্রসাশক থাকলে কালিয়াগঞ্জ পৌর সভা তৃণমূলের দখল করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে তাকে আর সম্ভবত দলের ও পৌর সভার ক্ষতি হোক সেই সুযোগ দেওয়া যাবেনা।তাই যোগ্য মানুষকে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রশাষকের দায়িত্ব পুজোর পরেই পেতে চলেছেন।যে ব্যক্তির মাধ্যমে একদিকে যেমন অযোগ্য পৌর প্রসাশক ও পৌর প্রসাশক মন্ডলীর সদস্যদের বের করে দেবার ব্যবস্থা যেমন দল নাকি নিয়েই ফেলেছে তেমনি কালিয়াগঞ্জ পৌর সভা এবার অন্যের ঘাড়ে চেপে দখল নয়, জনগণের কাছ থেকে প্ৰকৃত আশীর্বাদ পেয়েই পৌর সভার ১৭ টি ওয়ার্ড থেকেই জয়ী যাতে হওয়া যায় তার জন্য ইতিমধ্যেই পরিকলনা নেওয়া হয়েছে ভোট ক্যাচারদের পরামর্শ মতই।কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থেই কালিয়াগঞ্জের মানুষ চাইছে অবিলম্বে অযোগ্য অহংকারী ব্যক্তিদের দায়িত্ব কেড়ে নিয়ে যোগ্য ব্যক্তির হাতে কালিয়াগঞ্জ পৌর সভার দায়িত্ব তুলে দেওয়া হোক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *