October 25, 2024

মধ্য আখা নগর মহেন্দ্রগঞ্জ বারোয়ারি শ্যামা পূজায় মায়ের মন্দির যেন রসগোল্লার কারখানার আদলে

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর-দুর্গা ও কালীপূজয় পূজা কমিটির কর্মকর্তারা নানান ধরনের থিম করলেও কালিয়াগঞ্জের একটি শ্যামা পুজার মন্দির রসগোল্লা দিয়ে অভিনব সাজে সজ্জিত করেছে।

যা দেখলে মনে হবে কোন রসগোল্লার দোকানে তা নেবার জন্য ভিড় করেছে সাধারণ মানুষ।কালিয়াগঞ্জের মধ্য আখ্যানগর মহেন্দ্রগঞ্জ বারোয়ারি শ্যামা পূজায় দেখানো হবে রসগোল্লার সৃষ্টি থেকে বর্তমানে কিভাবে তৈরী হচ্ছে তার সমস্ত বৃত্তান্ত।মায়ের মূর্তি রসগোল্লা দিয়েই তৈরী।
রসগোল্লার এই পূজা মন্ডপটি তৈরী করেছেন মালদার কুট্টি তলার  বিখ্যাত মৃৎ শিল্পী রাজকুমার পন্ডিত এন্ড সন্স।এই মন্দিরে কি নেই ।যেমন দেখতে পাওয়া যাবে গাই দুইয়ে দুধ থেকে ছানা বের করে দুধ জাল দিতে দেখা যাচ্ছে।
কেও ছানা থেকে রসগোল্লা তৈরী করেছে।কেও আবার দোকানে বসে রসগোল্লা নিয়ে দোকানে বিক্রি করছে।এই অভিনব মন্দির দেখবার জন্য 
গত শনিবার থেকেই দর্শনার্থীদের ভীড় হতে দেখা যায়।কর্মকর্তারা জানান কালিয়াগঞ্জের মধ্যে অভিনব থিমে আমাদের পূজা মন্ডপ সজ্জিত হবার ফলে আশাতীত দর্শনার্থীদের আমরা আমাদের পূজা মন্ডপে  দেখতে পাবো বলেই দৃঢ় বিশ্বাস।অত্যন্ত কম বাজেটের মধ্যে 
মায়ের দর্শনার্থীদের আমরা নূতনত্বের স্বাদ পৌঁছে দেব আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *