October 28, 2024

কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বেডের সংখ্যা ১০ থেকে বেড়ে ৩০,নুতন ভবন নির্মাণের জন্য বরাদ্দ হল দুই কোটি ছত্রিশ লক্ষ-

1 min read

কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বেডের সংখ্যা ১০ থেকে বেড়ে ৩০,নুতন ভবন নির্মাণের জন্য বরাদ্দ হল দুই কোটি ছত্রিশ লক্ষ-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বেডের সংখ্যা ১০ বেড থেকে বেড়ে ৩০বেডে উন্নীত করা হল।ব্লক স্বাস্থ্য কেন্দ্রের নুতন ভবন নির্মাণের জন্য বরাদ্দ করা হল দুই কোটি, ছত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো পঁচিশ টাকা।জানা যায় প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ কুনোর এলাকার মানুষের দাবি মত বিধায়ক থাকার সময় কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বেডের সংখ্যা বৃদ্ধি করবার ব্যাপারে স্বাস্থ্য দপ্তরে প্রপোজাল পাঠিয়েছিলেন

।কারন জনসংখ্যা বৃদ্ধি অনুপাতে কুনরের ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো সে ভাবে কিছুই ছিলনা।তপন দেবসিংহ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের উপর চাপ কমাতে সিদ্ধান্ত নিয়েছিলেন কুনোর স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত বিশেষ প্রয়োজন।বেডের সংখ্যা যেমন বাড়ানো প্রয়োজন তেমনি সেখানে চিকিৎসক ও নার্সের পরিষেবার জন্য প্রয়োজন মত চিকিৎসক ও নার্সের প্রয়োজন।পরবর্তীতে তিনি জয়ী হতে না পারলেও তার পাঠানো দাবি মত কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বেডের সংখ্য ১০ থেকে ৩০ হওয়ায় প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ তা জেনে খুশি হয়েছেন বলে জানা যায়।অপর দিকে কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক তৃণমূলে যাবার পর তিনি স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য হয়েছেন বলে জানা যায়।বিধায়ক সৌমেন রায় বলেন প্রাক্তন তৃণমূলের বিধায়ক হাসপাতালের বেড বৃদ্ধি করবার দাবি জানিয়ে চিঠি দিলেও সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের মিটিংয়ে কালিয়াগঞ্জের কুনোর স্বাস্থ্য কেন্দ্রের বেড ও নুতন ভবন তৈরি করবার জন্য অর্থ বরাদ্দ করা হয়।কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ বলেন তার বিধায়কের আমলে একটি কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বেডের সংখ্য বৃদ্ধি ও কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেড বাড়ানোর প্রপোজাল পাঠিয়েছিলেন।আজ দুটোই অনুমোদন হওয়ায় তিনি যার পর নাই খুশি হয়েছেন।এই জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান।তপন দেবসিংহ বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ২৫০বেড বাড়ানোর অনুমোদন আসার পর হাসপাতাল চত্বরে সয়েল টেস্টের কাজ শুরু হয়ে গেছে বলে জানান।কালিয়াগঞ্জ পঞ্চয়ের সমিতির সভাপতি দীপা সরকার বলেন কালিয়াগঞ্জ ব্লক ও শহরের উন্নয়ন সমান তালে জোর কদমে চলায় তিনি খুশি। দীপা সরকার বলেন কুনরের স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে প্রাক্তন তৃণমূলের বিধায়ক তপন দেবসিংহ বিধায়ক থাকার সময় কালে তিনি যে ভাবে চেষ্টা করেছিলেন। আজ দেরিতে হলেও তার সুফল এলাকা বাসীরা কিছুদিনের মধ্যেই পেতে শুরু করবে।এইজন্য তপন দেবসিংহকে ধন্যবাদ জানান।কুনোর গ্রামের ব্যবসায়ী দুলাল সরকার বলেন কুনরের মানুষের দীর্ঘদিনের দাবি অনুসারে হাসপাতালের বেডের সংখ্যা বৃদ্ধি ও নুতন বিল্ডিং তৈরি করবার জন্য অর্থ মঞ্জুর হওয়ায় কুনরের মানুষ প্রচন্ড খুশি বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *