October 25, 2024

কালী মায়ের মিষ্টি হাসিতে পুতুল খেলা কালিয়াগঞ্জ এর অগ্নিবীণা ক্লাবের পুজোতে।

1 min read

তন্ময় চক্রবর্তী ও তুফান
মহন্ত ঃ-
 
প্রাচীন লোকসংস্কৃতিতে পুতুল নাচ একটি বিনোদনের অন্যতম মাধ্যম ছিল ।কিন্তু
সেটা আস্তে আস্তে হারিয়ে গেছে বাংলা থেকে। এখনো  পুতুল রয়েছে  কিন্তু আর সে পুতুলে বিনোদন  হয়  না । 

 তাই সেই পুতুল কে নিয়ে এবং ফেলে দেওয়া
প্লাস্টিকের বোতল দিয়ে অভিনব এক থিমের  মাধ্যমে দর্শকদের উপহার দিল কালীপূজায় এবারে
কালিয়াগঞ্জ এর অগ্নিবীণা ক্লাব।

 এই পুজার উদ্যোক্তারা  জানালেন প্লাস্টিক বর্জন করা পরিবেশের পক্ষে
জরুরী যেমন তেমনি সেই ফেলে দেয়া প্লাস্টিক থেকেও যে কিছু হতে পারে তা কল্পনার
মাধ্যমে তারা সকলের সামনে উপস্থাপন করলেন কালীপূজায় তাদের থিমের  মাধ্যমে।  যা ইতিমধ্যে সাধারণ মানুষদের কাছে খুবই
আকর্ষণীয় হয়ে উঠেছে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 অগ্নিবীণা ক্লাব প্রতি বছরই কিছু না কিছু কালী পুজোর সময়
তাদের প্যান্ডেল না হলে আলোকসজ্জা কিংবা প্রতিমার মাধ্যমে নতুনত্বের ছোঁয়া দেয়।  দর্শনার্থীদের এবারও তার নিরাশ করেন  নি ।তাই ফেলে দেওয়া প্লাস্টিক এবং হারিয়ে
যাওয়া পুতুল নিয়ে তারা তৈরি করে ফেললেন আস্তও  একটি মণ্ডপ। যে  মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামে চোখে পড়ার মত।  শুধু তাই নয় রয়েছে অজন্তার মিষ্টি হাসি
মৃন্ময়ী রুপ মা কালি। তাই   দেরি না করে একবারের জন্য হলেও অগ্নি বিনা ক্লাবের
 পুজো দেখে যান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *