October 25, 2024

ঘুনিমেঘ দিশারী সোসাল সংস্থা কর্তৃক দুস্থদের মধ্যে বস্ত্র দান

1 min read
মিজানুর মোল্যা–ভাঙর--প্রতি বছরের মত  এবার ও শ্যামা পূজা উপলক্ষে গরিব ও দুঃস্থদের পাশে থাকল ভাঙড়ের  ঘুনিমেঘী দিশারী সোস্যাল গ্ৰুপ। তাদের পরিচালনায় গরিব ও দুস্থ মানুষের মধ্যে ধুতি, পাঞ্জাবী, শাড়ি  বিতরণ করা হয়। পাশাপাশি কঠিন রোগে আক্রান্ত কিছু মানুষকে আথিক সাহায্য করা হয়।  চম্পা পাল বলেন, “এখান থেকে শাড়ি পেয়ে খুব খুশি লাগছে  ভালো ভাবে পূজার দিনগুলো কাটবে আর আমার চিকিৎসার জন্য ওরা যে আথি’ক সাহায্য করেছে আমি সারা জীবন মনে রাখব। এরা বড় হক এই কামনা  রইল।
”দীপক মন্ডল বলেন, “কিছু বছর আগে আমি ও আমার জ্যাঠার ছেলে দিলিপ মন্ডল কলকাতা লেদার কম্পেলেস এর সামনে বাসুন্তি হাইওয়েতে পথ দূর্ঘটনায় আমার দাদা মারা যায় আমি আজ ও ভুগছি চিকিৎসার জন্য ওরা আথি’ক সাহায্য করে আমার বেঁচে থাকার প্রেরনা জোগাচ্ছে বিশেষ করে জিয়ারুল ইসলামের কথা কখনো ভুলব না । এরা বড় হক এই কামনা  রইল।”প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা  কাইজার আহমেদ। তিনি , ঘুনিমেঘী দিশারী  সোস্যাল গ্ৰুফের সদস্যদের সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই কে এগিয়ে আসতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে সম্পৃতির বাতা’ দিতে হবে অনুষ্ঠান চলাকালে কঠিন রোগে আক্রান্তদের আথি’ক সাহায্যের কথা শুনে তিনি ও সাহায্যের হাত বাড়িয়ে দেন।ঘুনিমেঘী দিশারী  সোস্যাল গ্ৰুফসভাপতি জিয়ারুল ইসলাম  বলেন,“এইভাবে যদি আমরা প্রতিবেশিদের পাশে দাঁড়াই তাহলে এই বৃহত্তম সমাজে, গরিব ও দুস্থ  মানুষ থাকবেনা সমস্ত মানব জাতির মধ্যে সমতা ফিরে আসবে। সমাজে গরিব ধনী বলে কিছুই থাকবেনা।”আমরা আগামী দিনে আরও বড়ো ধরনের অনুষ্ঠান করব”।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে ঘুনিমেঘী দিশারী  সোস্যাল গ্ৰুফ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তপন কুমার মন্ডল, শ্যামসুন্দর মল্লিক প্রমূখ ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *