October 28, 2024

রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর হাতে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ –থাকা রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু করবার জন্য দ্যবি পত্র দিল কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ণ ও উন্নয়ন কমিটির সদস্যরা

1 min read

রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর হাতে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ –থাকা রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু করবার জন্য দ্যবি পত্র দিল কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ণ ও উন্নয়ন কমিটির সদস্যরা

তন্ময় চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৪ শে আগস্ট:মঙ্গলবার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর হাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু করবার দাবি জানিয়ে একটি স্মারক লিপি দিলেন কালিয়াগঞ্জ -বুনিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির চারজনের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি সুনীল সাহা,সংগঠনের দুই যুগ্ম সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী ও প্রসূন দাস এবং সংগঠনের যুগ্ম সহ-সম্পাদক ডঃ কাঞ্চন কুমার দে।রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ ২০০৯ সালে শুরু হয়েও তা বন্ধ হয়ে যায়।তিনি বলেন কালিয়াগঞ্জ ও বুনিয়াদপুরের মানুষদের জন্য এই রেল প্রকল্পের কাজ দ্রুত পুনরায় শুরু হওয়া উচিৎ।এই রেল প্রকল্পের কাজ সম্পুর্ন হলে এতদ অঞ্চলের ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে তিনি মনে করেন।কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর ও হিলি-বালুরঘাট উত্তরবঙ্গের দুটি রেলপথের কাজ গত ১৫বছর ধরে কেন অবহেলায় অনাদরে পরে থাকবে বলে সাংসদ দেবশ্রী চৌধুরীকে প্রশ্ন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী।

রাজ্যে রেল প্রকল্পের কাজ বন্ধ হয়ে থাকলেও রাজ্য সরকারের।কোন ভূমিকা কেন দেখতে পাওয়া যায়না?উত্তরবঙ্গে রেল যোগাযোগ বৃদ্ধি ঘটলে রাজ্য সরকারেরইতো খুশি হওয়া উচিৎ বলে তিনি মনে করেন।তপন চক্রবর্তী বলেন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে আমরা বরাবর কেন পার্থক্য দেখতে পাই?তপনবাবু বলেন উত্তরবঙ্গের উন্নয়নে গড়িমসি করার কারণেই উত্তরবঙ্গ বিভাজনের প্রশ্ন তুলেছে অনেকেই।তাই অবিলম্বে দুই সরকারকে উন্নয়নের ক্ষেত্রে এক জোট হয়ে কাজ করলে বিভাজনের কোন প্রশ্নই সাধারণ মানুষের মনে স্থান পাবেনা বলেই তিনি মনে করেন।।কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির অপর যুগ্ম সম্পদক প্রসূন দাসের দাবি উত্তরবঙ্গের উন্নয়নে রেল প্রকল্পের জমি হস্তান্তরের ব্যাপারটা যাতে সহজেই রাজ্য সরকার মিটিয়ে দিয়ে রেল প্রকল্পের বন্ধ থাকা কাজ পুনরায় কেন্দ্রীয় সরকার শুরু করতে পারে সে ব্যাপারে রাজ্য সরকারের সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত জরুরি বলেই তিনি মনে করেন।রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পটির কাজ যাতে সমস্ত সমস্যা কাটিয়ে আবার শুরু করা যায় সে ব্যপারে তিনি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দুজনের চেষ্টার কোন খামতি থাকবেনা বলে আশ্বস্ত করেন কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির সদস্যদের।রায়গঞ্জের সাংসদ বলেন তিনি এমন অনেক রেলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন যা অনেকেই জানতে পারেনা।খুব শীঘ্রই দুটি ট্রেন শুরু হবে,হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের সময়ের পরিবর্তন হয়েছে যার সুফল খুব শীঘ্রই উত্তর দিনাজপুর জেলার।মানুষ পাবে।সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন আগামী ২০২৩ সালের মধ্যে বারসই-রাধিকাপুর রেল পথের বৈদুতিকরনের কাজ শেষ হয়ে যাবে বলেও তিনি জানান।সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন সম্প্রতি তিনি কাটিহারের ডি আর এমের সাথে দেখা করে বেশ কিছু প্রস্তাব তাকে দেওয়া হয়েছে।যার মধ্যে রেক পয়েন্ট,ব্যবসায়ীদের জন্যকলকাতা,দিল্লির ট্রেনে কালিয়াগঞ্জের জন্য পার্সেল বুকিং চালু করার চেষ্টা করা হচ্ছে।কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির সভাপতি সুনীল সাহা বলেন।কলকাতা,দিল্লির ট্রেনে রায়গঞ্জ স্টেশনে পার্সেল বুকিং থাকলেও কালিয়াগঞ্জ স্টেশনে নেই।অথচ কালিয়াগঞ্জ শহর একটি বাণিজ্যিক শহর।এখানে এই সুবিধা নেই অথচ রায়গঞ্জে আছে।এই শহরের ব্যবসায়ীদের জন্য পার্সেল বুকিংয়ের সুবিধা কলকাতা,হাওড়া অথবা দিল্লীর ট্রেনে ব্যবস্থা করার দাবি জানান। জানা যায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর সাথে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে হয়েছে বলে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির সদস্যরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *