October 24, 2024

ডায়াবেটিস এ আক্রান্ত রোগী দের অত‍্যাধুনিক পরীক্ষা

1 min read
ডায়াবেটিস এ আক্রান্ত রোগী দের অত‍্যাধুনিক পরীক্ষা ও চিকিৎসা ক‍রার ব‍্যবস্থা গ্ৰহণ করলো আলিপুরদুয়ার জেলা সাস্থ দপ্তর । আজ আলিপুরদুয়ার ইণ্ডোর স্টেডিয়ামে আলিপুরদুয়ার জেলা সাস্থ দপ্তরের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার ডায়াবেটিস এ আক্রান্ত রোগীদের নিয়ে এসে তাদের অত‍্যাধুনিক পরীক্ষা করানো।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

হচ্ছে যেইসব পরীক্ষা গুলো সুধুমাত্র বাইরে হয় সেইসব পরীক্ষা করা হচ্ছে । আলিপুরদুয়ার জেলা সহকারী সাস্থ আধিকারিক সুবর্ণ গোস্বামী জানান আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকে যারা ডাইবেটিস এ আক্রান্ত তাদের চিহ্নিত করে সাস্থবিভাগ বাসে করে তাদেরকে জেলা থেকে আলিপুরদুয়ারে নিয়ে এসেছে এবং তাদের নানা বিধ পরীক্ষা করা হচ্ছে। ডায়বেটিস ফলে তাদের চোখ, হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে । এবং তারা কিখাবে সেগুলো একটা রুটিন করে দেওয়া হচ্ছে এবং চিকিৎসা ব‍্যবস্থা করা হচ্ছে আজ আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম, কালচিনি , আলিপুরদুয়ার এক , আলিপুরদুয়ার দুই এই চারটি ব্লকের থেকে ডায়বেটিস রোগী দের আনা হয়েছে আগামীকাল ফালাকাটা ও মাদারিহাট এই দুটি ব্লকের রোগী দের পরীক্ষা করা হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *