October 24, 2024

আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কালিয়াগঞ্জ কংগ্রেস কোমর বেঁধে মাঠে নামতে চলেছে

1 min read

তপন চক্রবর্তী-উত্তর
দিনাজপুর
–সামনেই ২০১৯।বিশেষ করে শাসক দল ও বিজেপির কাছে অস্তিত্ব রক্ষার লড়াই এই
রাজ্যে।কংগ্রেস যেহেতু সর্বভারতীয় একটি প্রাচীন দল তাই দেশ থেকে তার অস্তিত্ব কোন
দিনই যাবার নয়।তবে কেন্দ্রের বর্তমান শাসক দল বিজেপির সাথে লড়াই করবার যে একটা
সাহস অর্জন করেছে এ কথা সবারই জানা।তাই তিন রাজ্যের ভোটের ফলাফলে দেশের সর্বত্রই
বসে যাওয়া কংগ্রেস এবার যে মাথা চাড়া দিয়েছে তা বলাই বাহুল্য।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


দেশের সমস্ত জায়গার
সাথে এই রাজ্যের উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস যে আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জ
আসনটি আবার নিজেদের দখলে আনতে চায় তার বিলক্ষণ প্রচেষ্টা আগে থেকেই শুরু করে
দিয়েছে নিজেদের মতন করেই।রবিবার উত্তর দিনাজপুর জেলার প্রিয় দীপার শুকনো বাগানে
আবার কি করে ফুল ফোটানো যায় সেই বাগানের পরিচর্যা করবার জন্য কালিয়াগঞ্জ শহর
কংগ্রেসের পক্ষ থেকে একটা কর্মী সভার আয়োজন হয়।উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা
কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত
, জেলা কংগ্রেসের
সাধারণ সম্পাদক পবিত্র চন্দ
,হেমতাবাদের বিশিষ্ট কংগ্রেস নেতা মিহির দাশগুপ্ত,কালিয়াগঞ্জের
বিধায়ক তথা ব্লক কংগ্রেস সভাপতি অধ্যাপক প্রমথ নাথ রায়
,শহর কংগ্রেসের
সভাপতি সুজিত দত্ত
,আই এন টি ইউ সি
সংগঠনের জেলা সভাপতি  শ্যমলেশ ঘোষ
,যুব নেতা তুলসী
জয়সোয়াল
,গিরিধারী
প্রামানিক
,কালিয়াগঞ্জ পৌর
সভার কাউন্সিলর মঞ্জুরী দত্ত দাম।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত উপস্থিত
কমগ্রেস নেতা কর্মীদের বলেন কংগ্রেস  মরে
যায়নি।কংগ্রেসের দয়ায় অনেকে করে খাচ্ছে যা উত্তরদিনাজপুর জেলার অনেক জায়গাতেই
দেখতে পাচ্ছে সবাই।যে বলে কংগ্রেস নেই।প্রিয়দা ও দীপা বৌদির বাগান ক্ষনিকের জন্য
শাসক দলের কিছু নেতারা দেখভাল করবার দায়িত্ব জোর করে নিয়েছে।আগামী লোকসভা  নির্বাচন তার প্রমান দেবে যে শুধু তাই নয় আগামী
পৌরসভা ও বিধান সভা নির্বাচনেই যারা বর্তমানের পাহারাদারের কাজ করছে তাদেরকে সেই
বাগানের দায়িত্ব থেকে অব্যহতি নিতে হবে।তাই সমস্ত কংগ্রেস কর্মীদের দাঁতে দাঁত
চেপে মাঠে নেমে কাজ করতে হবে।শাসক দলের সম্পর্কে আমাদের কিছু বলতে হবেনা।মানুষই
এদের যোগ্য জবাব দেবার জন্য মনে মবে প্রস্তুতি নেবার কাজ শুরু করে দিয়েছে।কর্মীদের
তিনি বলেন মানুষের সাথে যোগাযোগ রাখুন
,আপদে বিপদে তাদের পাশে দাঁড়ান। বিধায়ক প্রমথ
নাথ রায় বলেন কলিয়াগঞ্জ পৌর সভায় আমাদের কংগ্রেস দলইতো জিতে আছে।গত পৌর নির্বাচনে
শাসক দল কটি আসন পেয়েছিল ওরা এই সত্য কথাটা বলতে পারবে
?,আমরাই আবার
প্রিয়দার  এলোমেলো বাগানকে পুনরায় সাজিয়ে
তুলতে পারবো।আমাদের বিশ্বাস মানুষ আমাদের পাশেই আছে।মানুষতো আমাদের দূরে সরিয়ে
দেয়নি।কর্মী সভায় বক্তব্য রাখেন সুজিত দত্ত
, মিহির দাশগুপ্ত,শ্যমলেশ ঘোষ,তুলসী জয়সোয়াল, গিরিধারী প্রামনিক বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব।গন


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *