January 10, 2025

তৃণমূল প্রার্থী ঘোষণা করতে ভয় পাচ্ছে,  বলছেন রাহুল?

1 min read

তৃণমূল প্রার্থী ঘোষণা করতে ভয় পাচ্ছে,  বলছেন রাহুল?

বিধানসভা বা লোকসভা, প্রতিটি নির্বাচনেই দেখা গিয়েছে তৃণমূল সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। দীর্ঘদিন ধরেই এটা দেখা যাচ্ছে। কিন্তু এই প্রথম তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করতে দেরি করছে। বিভিন্ন সূত্রে খবর ছিল বুধবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করবে। কিন্তু সেটা শেষপর্যন্ত হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে জানা যাচ্ছে শুক্রবার তারা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। এই পরিস্থিতিতে তৃণমূলকে বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন,” তৃণমূল খুব ভয় পেয়েছে। এত ভয় পেয়েছে যে তারা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না।প্রতিবার তারা সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে। আসলে এখন তারা এই ভয় পাচ্ছে যে, যদি প্রার্থী ঘোষণা করার পর তাঁদের কেউ বিজেপিতে যোগদান করে যান? সেই কারণেই বিজেপির দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করলে তখন তারা প্রার্থীর নাম ঘোষণা করবে। নিজেদের কর্মী বা নেতাদের ওপর দলের ভরসা নেই।

তাই তীর্থের কাকের মত বিজেপির দিকে তাকিয়ে। এর থেকে খারাপ অবস্থা কারও হতে পারে না। এতেঈ পরিষ্কার তৃণমূল লড়াইয়ের আগেই হেরে গেছে”। আসলে একুশের নির্বাচন তৃণমূলের কাছে সবচেয়ে বড় লড়াই।

তাই অনেক ভাবনা চিন্তা করে তারা প্রার্থী ঠিক করতে চলেছে বলে খবর। বহু বিধানসভা কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে। প্রার্থী হওয়ার দৌড়ে অনেকেই নিজের নাম ভাসিয়ে রেখেছেন বহুদিন ধরে।নির্বাচনের আগে বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী তৃণমূলে যোগদান করেছেন। তাই প্রার্থী নির্বাচন করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচুর চিন্তা ভাবনা করতে হচ্ছে। যদিও এই পরিস্থিতি অতীতে দেখা যায়নি। সবার আগে তারা প্রার্থীর নাম ঘোষণা করেছে। দেওয়াল লিখনেও সবার চেয়ে এগিয়ে থেকেছে। ঠিক এই কারণেই রাহুল সিনহা তৃণমূলকে এমন আক্রমণ করেছেন। তৃণমূল ভয় পেয়েছে প্রার্থী তালিকা প্রকাশ করতে, একথা বলে তাদের তীব্র কটাক্ষ করেছেন। এদিকে বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে প্রার্থীদের নাম ঠিক হবে। কাল অথবা শুক্রবার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করবে প্রথম দুটি পর্যায়ের। সেক্ষেত্রে একই দিনে তৃণমূল ও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করছে, সেটা দেখা যেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *