বাম-কংগ্রেস জোট ও তৃণমূলকে উপযুক্ত শিক্ষা দিতে গেরুয়া শিবির কোমর বেঁধে ভোটের ময়দানে-
1 min readবাম-কংগ্রেস জোট ও তৃণমূলকে উপযুক্ত শিক্ষা দিতে গেরুয়া শিবির কোমর বেঁধে ভোটের ময়দানে-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১ফেব্রুয়ারী: শীতের পারদ কমে গেলেও একদিকে যেমন সূর্যের তাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।তার সাথে তাল মিলিয়ে বাড়তে চলেছে রাজনৈতিক উত্তাপ।ভারতের নির্বাচন কমিশন ভোটের নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হবার আগে থেকেই এবারের বিধান সভা নির্বাচনের মিছিল,মিটিং,পরিবর্তন যাত্রা সহ স্লোগানে স্লোগানে কালিয়াগঞ্জ শহর মুখরিত।এর মধ্যেই পরিবর্তন যাত্রার রথ কালিয়াগঞ্জ শহর ও গ্রাম পরিক্রমা করেছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল এবং কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ইতিমধ্যেই মাঠ চষে বেড়াতে শুরু করে দিয়েছেন।ভোটের পারদ ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী।উত্তর দিনাজপুর জেলার অন্য আটটি বিধান সভা নির্বাচনী ক্ষেত্র থেকে কালিয়াগঞ্জ বিধানসভা ক্ষেত্রটির গুরুত্ব সব দিক দিয়ে নজরকারা কেন্দ্র হিসাবে সব রাজনৈতিক দলের কাছেই উঠে আসছে।কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রটি আসলেই এক সময় কংগ্রেসের ঘাঁটি ও প্রয়াত ভূমিপুত্র প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর সাজানো বাগান বলেই পরিচিত ছিল।কিন্তূ প্রিয়রজন দাসমুন্সী অসুস্থ হয়ে পড়লে তার সেই সাজানো বাগান কিছুদিন কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রয়াত প্রমথ নাথ রায়,কালিয়াগঞ্জের প্রয়াত পৌরপিতা অরুন দে সরকার এবং প্রিয় জাযা দীপা দাসমুন্সী পরিচর্যা করলেও তা ধরে রাখতে পারেনি।ধরে রাখতে পারেনি কালিয়াগঞ্জের বিধায়ক পদ,কালিয়াগঞ্জের কংগ্রেস পরিচালিত পৌর সভা,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি এবং ধরে রাখতে পারেনি কালিয়াগঞ্জের আটটি গ্রাম পঞ্চায়েতের একটিও।ঠিক একইরকম ভাবে কালিয়াগঞ্জ বিধান সভা ক্ষেত্রের এক সময়কার সিপিআইএমের লাল দুর্গের নেই কোন চিহ্ন বলতে কোন কিছু।
গত পঞ্চায়েত নির্বাচনে আগে কালিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের কোনটিতেও বিজেপির কোন গ্রাম পঞ্চায়েত না থাকলেও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেবার কারনে গ্রামে গঞ্জের বিজেপি এক জোট হয়ে আটটি গ্রাম পঞ্চায়েতে লড়াই করে ৭টি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করতে সমর্থ হয়।২০১৯সালে লোকসভা ভোটে রায়গঞ্জের বিজেপি সাংসদ কালিয়াগঞ্জ থেকে সর্বোচ্চ ভোটে লিড দিয়ে বামফ্রন্ট প্রার্থী মঃ সেলিমকে হারিয়ে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী কে লোকসভায় পাঠাতে সমর্থ হয়েছে।বর্তমানে দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী।যদিও কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়ের মৃত্তুর পর ২০১৯ সালে কালিয়াগঞ্জ বিধানসভার উপ-নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে বিজেপির কমল সরকারকে হারিয়ে তৃণমূলের তপন দেব সিংহ উপ-নির্বাচনে জয়লাভ করেন। কিন্তূ বিগত এক বছরের মধ্যে তৃণমূল বিধায়ক তার প্রতিশ্রুতি দেওয়া ৭টি প্রতিশ্রুতির মধ্যে একটিও পালন করতে এ পারায় কালিয়াগঞ্জের মানুষ এই মুহূর্তে প্রচন্ড ক্ষুব্ধ বলা যায়।উত্তর দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী এক সাক্ষাৎকারে বলেন এবারের একুশের বিধানসভা নির্বাচনে এখানে বাম-কংগ্রেস জোট নয় লড়াই হবে ঘাস ফুল আর পদ্ম ফুলের মধ্যে।আমাদের যিনিই প্রার্থী হিসেবে দাঁড়াবেন তাকে কালিয়াগঞ্জের মানুষ এবার বিপুল ভোটে জয়ী করাবেন বলেই তার দৃঢ় বিশ্বাস।তিনি বলেন কালিয়াগঞ্জের বিধায়ক নামেই বিধায়ক হয়েছিলেন।বিশ্বজিৎ বাবু বলেন কালিয়াগঞ্জের পৌরসভার মাধ্যমে আজ পর্যন্ত ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল দেবার ব্যবস্থা হয়নি।দীর্ঘ দিনের চাহিদা একটি মহিলা কলেজ দিতে পারেনি বর্তমান শাসক দল।গরিব মানুষের কাজ নেই।নেই কোন শিল্প।আমরা ক্ষমতায় আসছি।ক্ষমতায় এলে মানুষের কাজের ব্যবস্থা করা হবে,ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে।কালিয়াগঞ্জের বিখ্যাত কুটির শিল্পগুলিকে সরকারি সাহায্যের মাধ্যমে সেখানে নুতন নুতন কর্মের সৃষ্টি করা হবে বলে বিশ্বজিৎ বাবু জানান।এদিকে কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি সুজিৎ দত্ত বলেন আমরা এবার বাম-কংগ্রেস জোট খু শক্ত সমর্থ ভাবে তৈরী করে মাঠে নামছি। বিজেপি যেন না ভাবে কংগ্রেস এবার একাই মাঠে নামছে।বিজেপিকে ঠেকাতে আমরা রননীতি ঠিক করছি।এক ইঞ্চি জমিও ছাড়ার কোন প্রশ্নই নেই।দেখা যাবে কালিয়াগঞ্জ আসনে এবার তৃণমূল নয় বাম-কংগ্রেস জোটের সাথে বিজেপির হবে।সেদিকেই যাবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে সুজিৎবাবু জানান।কালিয়াগঞ্জের বামফ্রনট নেতা ভারতেন্দ্র চৌধরী বলেন বিগত দিনে কিছু কিছু ভুল সিধান্তের কারনে সিপিআই এম কিছুটা পিছিয়ে থাকলেও এবারের নির্বাচনে মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে।এবার কমরেডরা আবার পুরানো ঘরেই ফিরতে চলেছে।লড়াই হবে এবার শেয়ানে শেয়ানে।কালিয়াগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি নিতাই বৈশ্য বলেন তৃণমূল এবার হ্যাট্রিক করতে চলেছে।তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জীর উন্নয়নের ফসল আমরা এবারের নির্বাচনে ঘরে তুলবই।এই সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষকে যে সমস্ত সুযোগ পেতে পারে তার সব কিছুই দেয়া হয়েছে।তাই রাজ্য তথা কালিয়াগঞ্জের মানুষ তৃণমূল প্রার্থীকেই জয়ী করবে বলে তার দৃঢ় বিশ্বাস।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ বলেন কালিয়াগঞ্জ বিধান সভা আসনে তৃণমূলের প্রার্থী যে জয়ী হবে এব্যপারে তার কোন সন্দেহ নেই।কারন।কাজ করলেই মানুষ ভোট দেয়।আমরা কাজ করেই ভোট চাইছি।কাজ না করে নয়।জানা যায় ২০১৬ সালে কালিয়াগঞ্জ বিধানসভা আসনে জাতীয় কংগ্রেসের প্রমথ নাথ রায় ১,১২,৮৬৮টি ভোট পায়।তৃণমূল দলের বসন্ত রায় ভোট পেয়েছিল ৬৬,২৬৬টি ভোট।বিজেপির রূপক রায় ২৭,২৫২টি ভোট পেয়েছিল।বহুজন সমাজ পার্টির বাসুদেব দেবশর্মা ১৮৫০টি ভোট পেয়েছিল।সমাজবাদী জন পরিষদের জিতেন রায় সিংহ ভোট পেয়েছিল১৫৬০টি এবং জগদীশ রাজভর সিপিআই এম(লিবারেশন)দলের পক্ষে ভোট পেয়েছিলেন ১৩১৩টি ভোট।কালিয়াগঞ্জ বিধান সভা আসনটি তফসিলী প্রার্থীর জন্য সংরক্ষিত।মোট ভোটার দুই লক্ষ তিরাশি হাজার।