January 1, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র_মোদী, আজ নতুন দিল্লির এইম্‌সে, কোভিড নাইন্টিন ভ্যাকসিনের প্রথম ডোজটি নিলেন

1 min read

প্রধানমন্ত্রী নরেন্দ্র_মোদী, আজ নতুন দিল্লির এইম্‌সে, কোভিড নাইন্টিন ভ্যাকসিনের প্রথম ডোজটি নিলেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র_মোদী, আজ নতুন দিল্লির এইম্‌সে, কোভিড নাইন্টিন ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়েছেন।এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী যাদের ভ্যাকসিন নেওয়ার কথা তাঁদের সবাইকে, তা নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, কোভিড নাইন্টিনের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে আরও জোরদার করতে এদেশের ডাক্তার ও বিজ্ঞানীরা যে দ্রুততার সঙ্গে কাজ করেছেন, তা উদাহরণযোগ্য।
ভারতকে করোনা মুক্ত করতে সকলকে এক জোট হতে হবে।অসমের ঐতিহ্যবাহী গামছা গলায় ঝুলিয়ে কো-ভ্যাকসিন নেন প্রধানমন্ত্রী। তাঁকে টিকা দেন পুদুচেরীর নার্স, পি. নিবেদা। ভারত বায়োটেক এবং আই.সি.এম.আর.-এর তৈরি কোভ্যাক্সিন নিতে প্রধানমন্ত্রী কোনো বিশেষ রুট ব্যবহার না করেই সকালে এইম্‌সে পৌঁছন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..