কালিয়াগঞ্জে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠলো বিদ্যালয়ে সবুজ সাথী সাইকেল বিলি করাকে কেন্দ্র করে–
1 min readকালিয়াগঞ্জে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠলো বিদ্যালয়ে সবুজ সাথী সাইকেল বিলি করাকে কেন্দ্র করে–
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭,ফেব্রুয়ারী:ভোট বড় বালাই।রাজ্যে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হবার ঠিক পরপরই নির্বাচন কমিশনের বিধিনিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শুক্রবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কৃষক মণ্ডিতে ট্রাক বোঝাই সবুজ সাথীর সাইল আসে।।বিজেপি অভিযোগ নির্বাচন বিধি লাগু হওয়ার পড়ে কোন প্রকার সরকার প্রকল্পের কোন কিছুই বিলিবন্টন করা যায় না।বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহেড়ী অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন বিধি ভঙ্গ করেছে।শুক্রবার রাতের অন্ধকারে মিনিট্রাক করে কয়েকশো সবুজ সাথী প্রকল্পের সাইকেল কালিয়াগঞ্জের মিলনময়ী উচ্চ বিদ্যালয়ে সাইকেল পাঠানো হয়।
এবং সেই সব সাইকেল শনিবার ছাত্রীদের বিলিবন্টন করা হচ্ছে।যা নির্বাচন বিধি ভঙ্গের মধ্যে পড়ে।এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে বলে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহেড়ী বলেন।এদিকে মিলনময়ী উচ্চ বিদ্যায়ের সহকারী প্রধান শিক্ষিকা শিখা সিনহা জানান শুক্রবার বিকাল ৫ টা নাগাদ বিডিও অফিস থেকে তাকে ওভার টেলিফোনে জানানো হয়
কিষান মান্ডির পরিবর্তে স্কুল থেকে সবুজ সাথী সাইকেল প্রদান করা হবে।সেই মতাবেক শনিবার স্কুল থেকে দশম শ্রেনীর ৩২৮ জনকে সাইকেল প্রদান করা হয়।নির্বাচন বিধি লাগুর বিষয়ে তার কিছু জানান নেই এই সম্পর্কে। তাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে
তিনি সেই ভাবে সাইকেল বিতরণ করা হচ্ছে।অপরদিকে শহর তৃণমূল সভাপতি কমল ঘোষ জানান,নির্বাচন ঘোষণার পর থেকে বিধি সব সময়ে তৃণমূল কংগ্রেস মেনে চলে।বিরোধীরা যে অভিযোগ করেছে
তার বাস্তবয়তা জানানেই।সাইকেল বিতরণ করা হয় সরকারি দফতর থেকে।নির্বাচন ঘোষণা পর সাইকেল বিতরণ করা যায় কি তার জানা নেই।