December 26, 2024

অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সম্পূর্ণ তৈরি উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর জানিয়ে দিলেন জেলা নির্বাচন আধিকারিক অরবিন্দ কুমার মিনা

1 min read

অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সম্পূর্ণ তৈরি উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর জানিয়ে দিলেন জেলা নির্বাচন আধিকারিক অরবিন্দ কুমার মিনা

তনময় চক্রবর্তী ষষ্ঠ দফার ভোটে উত্তর দিনাজপুর জেলার নটি বিধানসভা আসন এ ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে জেলা নির্বাচন দপ্তর সব রকম ভাবে প্রস্তুত। আজ উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের কার্যালয়ে বসে সাংবাদিকদের এমন কথাই বললেন জেলার নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মিনা। তিনি বলেন এবার জেলার নটি বিধানসভা কেন্দ্রে মোট ২১ লক্ষ ৫৩ হাজার ৬৭৬ ভোটার । এর মধ্যে পুরুষ ভোটার ১১ লক্ষ ৬ হাজার ৬৯০ জন।মহিলা ভোটার ১০ লক্ষ ৩৯ হাজার ৮৯৫ জন। এছাড়া বৃহন্নলা ভোটার ৯৫ জন। জেলা নির্বাচন আধিকারিক জানান এবারের ভোটে নতুন ভোটার হয়েছেন ৫০ হাজার ৬৪৭ জন। তিনি জানান জেলা নটি বিধানসভা কেন্দ্রে প্রত্যেক ভোটারের কাছে  ইতিমধ্যে  সচিত্র পরিচয় পত্র রয়েছে। তিনি জানান কোভিড পরিস্থিতিকে মাথা রেখে এবার ভোটে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে বুথের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৬ টি।

জেলার দুটি জায়গায় ভোট গণনা কেন্দ্র ও ভোট কর্মীদের নির্দিষ্ট জায়গা থেকে ভোট নিতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথমটি হলো রায়গঞ্জ পলিটেকনিক কলেজ এবং দ্বিতীয়টি হলো ইসলামপুর কলেজ। জেলার নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মিনা জানান এবারের ভোটে কভিড পরিস্থিতিকে মাথা রেখে অনলাইনে নমিনেশন পত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ভারত সরকারের নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী। তিনি বলেন জেলা নির্বাচনী কার্যালয়  এ কোন প্রার্থী তার নমিনেশন পত্র জমা দিতে গেলে আগে তিনি নিয়ে যেতে পারতেন তার জন্য পাঁচ  প্রতিনিধি। বর্তমানে কভিড পরিস্থিতিকে সামনে রেখে এই ব্যবস্থায় একটু করাকরি করা হয়েছে তাই প্রার্থীরা এবার সাথে দুইজন করে নিয়ে যেতে পারবেন প্রতিনিধি বলে তিনি জানান। এছাড়া আগে প্রার্থীরা পাঁচটি গাড়ি নিয়ে আসতে পারতেন নমিনেশন জমা দেওয়ার সময় কিন্তু এবার দুটি মাত্র গাড়ি নিয়ে আসতে পারবেন। জেলা নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন যখন থেকে নির্বাচন ঘোষণা হয়েছে তখন থেকেই জেলায় নির্বাচনী বিধি শুরু হয়ে গিয়েছে। তিনি জানান এবারের রাজনৈতিক দলগুলোর প্রচারের ক্ষেত্রে ও বেশকিছু কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন কোভিড পরিস্থিতি কে সামনে রেখে। তিনি জানান রাজনৈতিক দলগুলি যে মাঠে তারা জনসভা করবে তাদের আগে থেকেই পারমিশন নিয়ে করতে হবে এবং জেলা নির্বাচন দপ্তরের কাছে আগে থেকেই একটা রিপোর্ট রয়েছে কোন মাঠে কত লোক হতে পারে। সেই হিসাবের বাইরে যাতে সেই মাঠে মানুষের সমাগম বেশি না করতে পারে সেদিকে রাজনৈতিক দলগুলোকে প্রতি বার্তা দিয়েছেন নির্বাচন কমিশন। এক্ষেত্রে যদি নির্বাচনী বিধি ভঙ্গ হয় তাহলে কড়া পদক্ষেপ নিবে জেলা নির্বাচন দপ্তর। জেলা নির্বাচন আধিকারিক অরবিন্দ কুমার মিনা জানান  জেলায় যে সমস্ত ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ ভোটার রয়েছে এবং পি ডাবলু ডি ভোটার রয়েছেন তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। এই সমস্ত ভোটারদের ক্ষেত্রে বুথে যাওয়ার কোন দরকার নেই। এই সমস্ত ভোটারদের মতামত নিয়ে তাদের সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী তাদের ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা করবে জেলা নির্বাচন দপ্তর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *