October 24, 2024

সোনাপুরে গ্রাম সংযোগে প্রশাসনের বৈঠকে মানুষের ঢল

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–রাজ্যের মুখ্যমন্ত্রী র অনুপ্রেরণায় উত্তর দিনাজপুরের জেলা শাসকের কর্মতৎপরতায় বেশ কিছুদিন ধরেই গ্রামের মানুষদের সার্বিক সাহায্যের স্বার্থে সমগ্র জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে গ্রামের মানুষদের তাৎক্ষণিক সরকারি সুযোগ পাইয়ে দেবার ব্যবস্থ্য করা হয়েছে এই গ্রাম সংযোগে প্রশাসনের মাধ্যমে।শনিবার উত্তর দিনাজপুর জেলার শেষ প্রান্ত চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলে এই গ্রাম সংযোগে প্রশাসনের বৈঠক হয়।উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জেলা শাসক অরবিন্দ কুমার মীনা বলেন প্রশাসনের এই গ্রাম সংযোগের উদ্দেশ্যই হল গ্রামের সাধারণ মানুষদের সামান্য কাজে হয়রানির হাত থেকে রক্ষা করা।জেলায় বা মহকুমা অফিসে এসে যে কাজের জন্য গ্রাম থেকে মানুষজন কাজের জন্য এসে কাজ না করেই নানান কারনে ঘুরে যেত তার হাত থেকে রেহাই দেওয়া প্রশাসনের তরফ থেকে।

চোপরা ব্লকের সোনাপুরে সাধারণ মানুষদের সুবিধার জন্য সরকারের বিভিন্ন দপ্তরের নানাবিধ সুযোগ আজকে গ্রাম বাসীদের হাতে তুলে দিলে গ্রাম বাসীরা প্রশাসনের কাজে  ভীষন খুশি হয় বলে জানা যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জানা যায় জেলা প্রশাসন শ্বয়ম্ভর গোষ্ঠীদের হাতে যেমন ঋণের চেক তুলে দেয়,তেমনি কৃষি দপ্তর থেকে কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়।মৎস চাষীদের মৎস চাষের সরঞ্জাম কন্ন্যাশ্রী,সবুজসাথী সহ সমস্ত দপ্তরের সুযোগ সুবিধা গ্রাম বাসীদের হাতে তুলে দেওয়া হয়।এই প্রশাসনিক বিভিন্ন দপ্তর সেখানে গেলে যেন মিলন মেলায় পরিণত হয়।এক কথায় মানুষের ঢল নামে সোনাপুরের গ্রাম সংযোগে প্রশাসনের মেলায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *