October 24, 2024

আত্রেয়ী নদীর হাল ফেরাতে প্রবীণদের অভিনব উদ্দ্যোগ

1 min read
তুহিন শুভ্র মন্ডল–সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঐতিহ্যবাহী আত্রেয়ী নদীকে ভালোবাসার তাগিদে আবর্জনা মুক্ত করতে অভিনব উদ্দোগ গ্রহণ করলো  বালুরঘাটের সংস্কৃতি জগতের প্রবীণ নাগরিকেরা।প্রত্যেকের প্রিয় আত্রেয়ী নদীকে দূষণের হাত থেকে রক্ষা করবার জন্য প্রবীণ নাগরিকেরা ঘরের বাইরে বেরিয়ে এসে বালুরঘাটের আত্রেয়ী নদীর সদর ঘাটে নেমে “নদীর কাছে এসো “এই আহ্বান সবার প্রতি রেখে নাগরিকদের সচেতন করতে আত্রেয়ী নদীকে নিয়ে সঙ্গীত,নদীকে নিয়ে কবিতার সাথে সাথে নদীকে কিভাবে দূষণ মুক্ত করা যায় তা  নিয়ে একটি আলোচনা চক্রের ও আয়োজন করা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আলোচনা থেকে সিধান্ত উঠে আসে আত্রেয়ী নদীর হল ফেরাতে পৌর সভাকে যেমন ডেপুটেশন দেবার সিদ্ধান্ত হয় তেমনি প্রশাসনও যাতে তাদের সাথে সহযোগিতা করে তার জন্য প্রশাসনকেও ডেপুটেশন দেওয়া হবে বলে জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আত্রেয়ী নদীর দূষণ মুক্ত আন্দোলনে এই দিন যে সমস্ত প্রবীণ নাগরিকেরা উপস্থিত হয়ে নদিকেন্দ্রিক কবিতা,সঙ্গীত ও নদীকে দূষণ মুক্ত করবার আলোচনায় অংশগ্রহণ করেন তাদের মধ্যে ছিলেন অমল বসু,চঞ্চল সিকদার,মৃনাল চক্রবর্তী,সুবীর চৌধুরী, কনক রঞ্জন তালুকদার,অমল গোপাল গোস্বামী,সুচিত্রা গোস্বামী,নারু দত্ত,দীপক মুখার্জি সহ বেশ কিছু প্রবীণ নাগরিকেরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *