October 24, 2024

আদিবাসী মহিলাদের সেলাই প্রশিক্ষণ

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে আদিবাসী ও অনগ্রসর কল্যাণ বিভাগ ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুই মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়।প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস ও পরিদর্শক ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার খগেশ্বর সিংহ।৯২জন আদিবাসী মহিলা এই প্রশিক্ষণ নেবে দুইমাস সময় ধরে।শিখার্থীরা প্রশিক্ষণ শেষে মোট ৬(ছয় হাজার)টাকা করে পাবেন বলে জানা যায়।কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস জানান প্রশিক্ষণ শেষে প্রত্যেকেই একটি করে সেলাই মেশিন দেওয়া হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

6 thoughts on “আদিবাসী মহিলাদের সেলাই প্রশিক্ষণ

  1. Smack dab in the middle of a February 1, 1993, front-page Washington Post story on the avalanche of calls to Congress opposing the admission of openly gay soldiers into the military, reporter Michael Weisskopf dismissed the groundswell Corporations pay public relations firms millions of dollars to contrive the kind of grass-roots response that Jerry Falwell canadian pharmacy cialis 20mg Abscesses can be found in teeth and can be extremely uncomfortable and painful

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *