October 24, 2024

দিদি-মোদির বোঝা পড়ায় উত্তর দিনাজপুরে অতিরিক্ত ট্রেন দিচ্ছেনা, এমস চলে গেলো কল্যানিতে-মঃ সেলিম

1 min read
তপন চক্রবর্তী–,উত্তর দিনাজপুর--বি জে পি ও তৃণমূল কংগ্রেসের বোঝা পরায় উত্তর দিনাজপুর জেলার সমস্যা মেটানো সম্ভব হচ্ছেনা।মোদীর সাথে দিদির তলে তলে বোঝাপড়ার কারণেই উত্তর দিনাজপুর জেলা বাসীদের দীর্ঘ দিনের দাবি সকালে রাধিকাপুর থেকে কলকাতা গামী ট্রেন না চালানোর সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে ঠিক একই রকম ভাবে রায়গঞ্জের জন্য অনুমোদন এমস নামক হাসপাতালটি দিদির সাথে মোদির বোঝা পড়ায় কল্যানিতে নিয়ে যাওয়া হয়।সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পীরপুকুরে একটি পথ সভায় রায়গঞ্জের সাংসদ মঃ সেলিম এই কথা বলেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিনি বলেন রেল মন্ত্রীর সাথে সমস্ত রকম কথা বলে রাধিকাপুর-কলকাতা সকালের একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেবার পরে বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ বাধা দিলে সেই ট্রেন আর চালানো হলোনা।তাহলে কোথায় বিজেপির সাথে তৃণমূলের লড়াই?এরা পয়সার এপিঠ ওপিঠ মাত্র।ঠিক একই ভাবে পূর্বের কেন্দ্রীয় সরকার রায়গঞ্জের জন্য এমস হাসপাতাল নির্মাণের সবুজ সংকেত দেবার পরেও মমতা ব্যানার্জীর কথায় তা কিভাবে কল্যানিতে চকে যায়।
এর পরেও কি বুঝতে কোন অসুবিধা হয় এই দুই দল রাজ্য ও কেন্দ্রের সরকার মিলে জুলে চালাচ্ছে না?বামপন্থীরা এর তীব্র বিরোধিতা করে আসছে এবং বলে আসছে এদের মধ্যে গোপনে গোপনে সব আলোচনা অবশ্যই হয়।সেলিম বলেন রাজ্য সরকার যত শ্রী সৃষ্টি করেছে বর্তমানে তা দিয়ে বিশ্রী গন্ধ বেরিয়েছে।এই সব শ্রী নামক প্রকল্প থেকে তৃণমূলের ক্যাডাররা প্রচুর অর্থ কামায়ের রাস্তা করেছে।প্রতিটি শ্রীর সুবিধা নিতে গেলেই টাকা দিতে হচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ভাবা যায় প্রধান মন্ত্রী সড়ক যোজনার টাকায় রাস্তার কাজ  হচ্ছে অথচ সেই সাইনবোর্ড মুছে দিয়ে লেখা হচ্ছে বাংলা সড়ক যোজনা?বিজেপি র কোন প্রতিবাদ আছে নেই।আসলে এরা যেমন ঘাস ফুল তেমনি পদ্ম ফুল।এরা হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ লাগানোর জন্য এন আর সি করছে।বিজেপি বলছে হিন্দু হিন্দি হিন্দুস্থান ভা গো মুসলিম পাকিস্তান।আগামী ৩রা ফেব্রুয়ারি বামদের ব্রিগেড হচ্ছে।সেখানে মানুষ যাবে স্বতস্ফূর্তভাবে,নিজেদের তাগিদে।পথ সভায় বক্তব্য রাখেন সিপিএম নেতা ভারতেন্দ্র চৌধুরী গণেন্দ্রনাথ মজুমদার এবং  দেবব্রত সরকার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *