October 24, 2024

মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা কলকাতায়

1 min read
মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা সহ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ  আজ রাতে কলকাতায় এসে পৌঁছেছেন।9 সদস্যের এই প্রতিনিধি দলটি রাঁচি থেকে রাত 10 টা নাগাদ কলকাতায় আসেন। আগামীকাল থেকে দুদিন ধরে এই মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিভিন্ন রাজনৈতিক দল জেলাশাসক পুলিশ সুপার ও রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
১-সুনিল আরোরা মুখ্য নির্বাচন কমিশনার
২-অশোক লাভাসা নির্বাচন কমিশনার
৩-উমেশ সিনহা সিনিয়ার ডেপুটি ইলেকশন কমিশনার
৪-সন্দীপ সাক্সেনা ডেপুটি ইলেকশন কমিশনার
৫-সন্দীপ জেন ডেপুটি ইলেকশন কমিশনার
৬-চান্দ্র ভুষণ কুমার ডেপুটি ইলেকশন কমিশনার
৭- দীলিপ শর্মা ডিরেক্টর জেনারেল
৮-ধীরেন্দ্র ওঝা ডিরেক্টর জেনারেল
৯-শেফালির স্মরণ এডিশনাল ডিরেক্টর জেনারেল
31 তারিখ সকাল 
১-৯:৩০ থেকে ১১ টা  রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
২-১১:৩০ থেকে ১:৩০ রিভিউ মিটিং ডিসটিক ইলেকট্রন অফিসার পুলিশ সুপার কমিশনার এবং অন্যান্য ডিস্ট্রিক্ট অফিসার মোট প্রথম দফায় 12 টি জেলার জেলাশাসক থাকছেন
৩-লাঞ্চ টাইম
৪-২:৩০ থেকে ৪:৩০ রিভিউ মিটিং ডিসটিক লেট্রল অফিসার জেলাশাসক পুলিশ সুপার এবং জেলার অন্যান্য আধিকারিকদের সাথে এখানেও 12 টি জেলা
৫-৫:০০ থেকে ৬:০০ মুখ্য নির্বাচন আধিকারিক এবং নোডাল অফিসার রাজ্য পুলিশ সি পিএফ
পয়
১লা ফেব্রুয়ারি


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

১-সকাল ১০:০০ টা থেকে ১১ টা পর্যন্ত এক্সপেন্ডিচার নোডাল অফিসার ,এক্সাইজ ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কমের্সিয়াল টেক্স, রেলওয়ে, এয়ারপোর্ট ডিভিশনাল অফিসার।
২-১১:১৫ থেকে ১২:১৫ পর্যন্ত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করবে রাজ্য পুলিশের ডিজি ও চিফ সেক্রেটারি সাথে।
৩-১২:৪৫ থেকে ১:৩০ সাংবাদিক বৈঠক।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *