October 29, 2024

দিদিমনি এখন পাঁকে পড়েছেন বলেন বিজেপি  সভাপতি দিলীপ ঘোষ

1 min read

দিদিমনি এখন পাঁকে পড়েছেন বলেন বিজেপি  সভাপতি দিলীপ ঘোষ

দেবব্রত মন্ডল , বাঁকুড়া:- ‘দিদিমনি এখন পাঁকে পড়েছেন, কৃষক সম্মান নিধি মেনে নিয়েছেন। কথা বার্তায় নরম হয়েছেন, রাজ্যপালের লড়াই করে ক্ষতবিক্ষত হয়েছেন। এই অবস্থায় দেখলেন জনগণ বিরুদ্ধে চলে যাচ্ছে। তাই ক্ষমা চেয়ে সমঝোতার পথে যাচ্ছেন’।

মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথাই বলেন বিজেপি রাজ্য  সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার তিনি বাঁকুড়া শহরের লালবাজার থেকে পায়ে হেঁটে মাচানতলায় ‘চায়ে পে চর্চা’য় যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের নেতাদের এক হাত নেন। তিনি বলেন, অবস্থা এমন জায়গায় পৌঁছেছে ডাকাত বা গুণ্ডা নয়, দলের লোকেদের ভয়েই নিরাপত্তারক্ষি নিয়ে ওদের ঘুরতে হয়।’জঙ্গল মহলকে চিনতে গেলে জঙ্গল মহলে থাকতে হবে, পান্তা খেতে হবে’। মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, বিরিয়ানি খেয়ে জঙ্গল মহলকে বোঝা যাবেনা। আর এই কাজ বিজেপির ‘বহিরাগত’ নেতারা করতে পারলেও দিদিমনি পারেননা বলেও তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *