October 29, 2024

রাস্তা তৈরি না হলে ভোট বয়কট ই হবে আমাদের একমাত্র হাতিয়ার জানালো কালিয়াগঞ্জ এর ধ্বনি পুকুরের বাসিন্দারা

1 min read

  রাস্তা তৈরি না হলে ভোট বয়কট ই হবে আমাদের একমাত্র হাতিয়ার জানালো কালিয়াগঞ্জ এর ধ্বনি পুকুরের বাসিন্দারা

তনময় চক্রবর্তী ভোট বড় বালাই। গ্রামে নেতা ও প্রশাসনের কর্তারা আসে আর মন ভোলানো প্রতিশ্রুতি দিয়ে শুধু চলে যায় বছরের পর বছর। তবুও গ্রামে একটি পাকা রাস্তা আজও হলোনা। দাবি ত্রিশ বছরের। অথচ ভোটের সময় এলেই সব রাজনৈতিক দলকেই দেখা যায় তারা ক্ষমতায় এলেরাস্তা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এমন প্রতিশ্রুতি দিতে। কিন্তু কাজের কাজ আজও হয়নি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের হেম  বাজার থেকে চোপড়া জোত  জামাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার রাস্তার। আজ সেই রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন হাজার হাজার গ্রামবাসীরা হেম বাজার মোড়ে। গ্রামবাসীদের বিক্ষোভ এতটাই উত্তাল হয়ে ওঠে যে টায়ার   জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায় ঘন্টার পর ঘন্টা।

পুলিশ ঘটনাস্থলে আসার পরেও আয়ত্তে আনতে পারেনি প্রথম দিকে । পরে   গ্রামবাসীদের কাছে  কালিয়াগঞ্জ ব্লকের বিডিও আশ্বাস  নতুন  করে  দিলে  পথ  অবরোধ   উঠে যায়।    উল্লেখ্য গ্রামবাসীদের দাবি প্রতিবছরই ভোটের সময় নেতারা

এই গ্রামে এসে এই রাস্তা তৈরি করে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট চলে গেলে তাদের আর দেখা মেলে না। তাদের অভিযোগ একদিকে যেমন প্রশাসনের কর্তাদের উপর এমনই অভিযোগ কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহের উপর। বিধায়ক এই গ্রামে গিয়ে নাকি তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন কাজের কাজ এখনো করতে পারেননি ।গ্রামের এক মহিলা স্বপ্না রায় জানান, প্রচন্ড অসুবিধার মধ্যে আমরা দিন

যাপন করলেও সরকারের কোন মাথাব্যাথাই নেই আমাদের নিয়ে। তিনি বলেন সামনে ভোট আসছে। এ সময় প্রচুর নেতারা তাদের গ্রামে আসবেন। তাই নেতাদের এবার আগের তারা বলবেন আগে রাস্তায় পড়ে ভোট। আর যদি রাস্তা না হয় তাহলে ভোট বয়কট। তিনি বলেন গ্রামের রাস্তার হাল এতটাই বেহাল যে মেয়েদের বিয়ে দিতে গেলে ছেলে পক্ষের লোক এই রাস্তা দেখে পিছিয়ে যাচ্ছে বারে বারে। তিনি বলেন আমাদের কোনো চাহিদা নেই আমাদের শুধু একটাই চাহিদা রাস্তা। যে রাস্তা করে দিতেই হবে সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *