October 29, 2024

সৌরভকে ফোন মোদির, দিলেন চিকিত্‍সায় কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস

1 min read

সৌরভকে ফোন মোদির, দিলেন চিকিত্‍সায় কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস

সকালের ঘটনা সামনে এল সন্ধ্যাবেলায়। মহারাজ’র শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। শুধু খোঁজখবর নেওয়াই নয়, দিয়েছেন চিকিত্‍সার ক্ষেত্রে সম্পূর্ণ কেন্দ্রীয় সাহায্যের আশ্বাসও। নজরে নরেন্দ্র মোদি ও সৌরভ গাঙ্গুলি। বুকে ব্যাথা নিয়ে গতকালই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। মাইল্ড স্ট্রোকের জন্যই তাঁর এই শারীরিক সমস্যা দেখা দেয়। গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই রাজ্যের পাশাপাশি দেশের অসংখ্য মানুষ ‘দাদা’র দ্রুত আরোগ্য কামনা করে চলেছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেমন তাঁকে দেখতে হাসপাতালে চলে গিয়েছিলেন তেমনি ফিরহাদ হাকিম, অশোক ভট্টাচার্যও হাসপাতালে এসে সৌরভকে দেখে গিয়েছেন।

দিল্লি থেকে গতকালই ফোন করেছিলেন অমিত শাহ। আর এদিন সকালে ফোন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ ডোনা গাঙ্গুলির ফোনে ফোন করেন প্রধানমন্ত্রী। কারন হাসপাতালে ভর্তি থাকায় সৌরভের কাছে এখন তাঁর ফোন নেই। সেই কারনেই ডোনার ফোনে ফোন করেন মোদি। তাঁদের মধ্যে মিনিট ৩ কথা হয়। মোদি ‘দাদা’র শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে ডোনাকে জানান উন্নত চিকিত্‍সার প্রয়োজন পড়লে কেন্দ্রীয় সরকার গাঙ্গুলি পরিবারের পাশেই থাকবে। চিকিত্‍সার প্রয়োজনে দিল্লি বা অন্য দেশে যাওয়ার দরকার হলে সেটা করতেও কেন্দ্র সহায়তা করবে বলে মোদী আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত সৌরভের শারীরিক অসুস্থতা নিয়ে যেটুকু মেডিকেল তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন ‘দাদা’। তাঁর হৃত্‍পিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ ধরা পড়েছে। তবে এখনই তাঁর কোনও বাইপাস সার্জারি করা হবে না। গতকালই তাঁর দেহে একটি স্টেন্ট বসানো হয়েছিল। আরও দুটো স্টেন্ট বসানো হবে ২-১ দিনের মধ্যেই। যে ধমনীতে বেশি ব্লকেজ ছিল তা এখন পুরোপুরি মুক্ত। কার্যত কথাবলা, খাওয়াদাওয়া, হাঁটাচলা স্বাভাবিক ভাবেই করছেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *