October 28, 2024

তৃণমূলের আরও এক মন্ত্রীর দলবদলের জল্পনা!

1 min read

তৃণমূলের আরও এক মন্ত্রীর দলবদলের জল্পনা! 

সম্প্রতি দলবদলের আগে পোস্টার রাজনীতির চল শুরু হয়েছে বাংলায়। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার আগে তাঁর পোস্টারে পোস্টারে গোটা বাংলা ছয়লাপ হয়ে গিয়েছিল। দাদার অনুগামীরা উঠে পড়ে লেগেছিলেন পোস্টার-ব্যানারের রাজনীতিতে। এবার সেই দাদার অনুগামীদের নিয়েই পোস্টারে ফের দলবদলের বার্তা বাংলার রাজনীতিতে।এবার অনুগামীদের পোস্টারে কোন দুই দাদা । এর আগে একসঙ্গে শুভেন্দু অধিকারী আর সুনীল মণ্ডলের পোস্টার দেখেছে বাংলা, আবার শুভেন্দুর সঙ্গে পোস্টারে উঠে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। সুনীল বিজেপিতে যোগ দিলেও রাজীব তৃণমূলেই রয়েছেন।

তবে এবার এঁদের কেউই নন, পোস্টারে উঠে এলেন অধীর চৌধুরী ও সিদ্দিকুল্লা চৌধুরী।অধীর চৌধুরী ও সিদ্দিকুল্লা চৌধুরী একসঙ্গে!কোনও রাখঢাক করা হয়নি এই পোস্টারে। পোস্টার দিয়েছে মঙ্গলকোট অঞ্চল কংগ্রেস। সেখানে লেখা আমরা দুই দাদার অনুগামী। অধীর চৌধুরী ও সিদ্দিকুল্লা চৌধুরীকে আমরা একসঙ্গে দেখতে চাই। এই পোস্টারের পরই তৃণমূল সরকারের মন্ত্রীর কংগ্রেস যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, সিদ্দিকুল্লা কিছুদিন ধরেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।জাতীয় কংগ্রেসের প্রতীক চিহ্ন ব্যবহার করে পোস্টারপূর্ব বর্ধমানের মঙ্গলকোট তৃণমূল কংগ্রেস নেতা তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিধানসভা কেন্দ্র। এই মঙ্গলকোটেরই নতুন হাটে কৃষিমাণ্ডির পাশে এই পোস্চার দেখা পড়েছে। সেখানে অধীর চৌধুরীর সঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরীর ছবি দিয়ে তাঁদের একসঙ্গে দেখার বার্তা। জাতীয় কংগ্রেসের প্রতীক চিহ্ন ব্যবহার করেই এই পোস্টার সৌজন্যে মঙ্গলকোট অঞ্চল কংগ্রেসের নাম উল্লেখ করা হয়েছে।তৃণমূল সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা নিশানায় কেএই পোস্টারের পর তৃণমূল সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন, আমি জানি এটা কারা করতে পারে। আমাকে একটু চমকানোর চেষ্টা হয়েছে। নিজেদের আখের গোছাতেই তারা এটা করেছে। এটা কাদের কাজ, তাদের নাম না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন দলের একাংশই তাঁর নিশানায়।অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর সংঘাতের জেরেই পোস্টার!সম্প্রতি বীরভূমে জেলা তৃণমূলের সভাপতি তথা মঙ্গলকোট তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর সংঘাত তৈরি হয়েছিল। উভয়েই একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত বাক্যবাণ ছেড়েছিলেন। এখন তার জেরেই কি এই পোস্টার নাকি কংগ্রেসের একাংশ সিদ্দিকুল্লা চৌধুরীকে তাঁদের দলে চাইছে, তা নিয়েই চাপানউতোর তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *